মুম্বই, 15 জুলাই: বাহুলগ্না হয়ে রয়েছেন সুস্মিতা সেন ৷ ইনস্টাগ্রামে প্রোফাইল ফটো বদলে, একইসঙ্গে প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে ডেটিং'য়ের ঘোষণা সেরে বৃহস্পতিবার নেটাগরিকদের চমকে দিয়েছিলেন শিল্পপতি ললিত মোদি ৷ একাধিক টুইটে 'আরিয়া'-র সঙ্গে অদূর ভবিষ্যতে গাঁটছড়া বাঁধার সম্ভাবনাও উড়িয়ে দেননি বহিষ্কৃত আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ৷ কয়েকমাস আগেই লিভ-ইন পার্টনার তথা বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির নয়া এই সম্পর্ক নিয়ে রাতভোর চর্চা চলেছে বিভিন্ন মাধ্যমে ৷ যদিও এ ব্যাপারে শুক্রবার দুপুর পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি ব্রহ্মান্ডের প্রাক্তন সেরা সুন্দরীর ৷ তবে বিকেল গড়াতেই ইনস্টা পোস্টে প্রতিক্রিয়া দিলেন সুস্মিতা সেন (Sushmita Sen breaks her silence on relationship with Lalit Modi) ৷
আরও পড়ুন: "পুরুষরা আমায় হতাশ করেছে...!" বিয়েকে কী চোখে দেখেন ? বারবার স্পষ্ট করেছেন সুস্মিতা