কলকাতা, 29 জুন:সম্প্রতি বড় দায়িত্ব পেয়েছেন অভিনেতা সুরজিৎ চৌধুরী । বিজেপির কালচারাল সেল-এ সহ-কনভেনরের পদে আসীন হয়েছেন তিনি । বিজেপিতে তাঁর অভিষেক হয়েছে তিন বছর হতে চলল । অন্যদিকে তাঁর অভিনয় কেরিয়ারের বয়স সাত বছর অতিক্রান্ত । বাংলায় অভিনয়ের তালিকায় আছে 'কুসুম দোলা', 'করুণাময়ী রানি রাসমণি', 'গোপাল ভাঁড়', 'জরোয়ার ঝুমকো', 'রাখীবন্ধন', 'স্ত্রী', 'হুঁশিয়ার বাংলা', 'খোকাবাবু', 'মহাতীর্থ কালীঘাট'-এর মতো ধারাবাহিকগুলি । ছবির তালিকায় রয়েছে 'নবাব', 'মিশন চৌধুরী রাজবাড়ি', 'ল্যাবরেটরি', 'দ্য ফোর্থ ডাইমেনশন', 'দ্য পেইন্টিংস ইন দ্য ডার্ক'। এ ছাড়াও 'বিপ্লব আজ ও কাল', 'আবেশ' এবং 'শুভ নববর্ষ' রয়েছে মুক্তির অপেক্ষায় ।
সুরজিৎ চৌধুরী পা রেখেছেন বলিউডেও । আরশি বোখারিয়া পরিচালিত 'দেড় রাত' নামক হিন্দি ছবিতে একজন এনআরআই-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি । আলিয়া ভাট, অনুপম খেররাও রয়েছেন এই ছবিতে । ছবিটি মূলত একটি পলিটিক্যাল ড্রামা । সুরজিতের চরিত্রের নাম রোহিত মালহোত্রা ।
পাশাপাশি 'ভ্যাম্পায়ার' নামক একটি ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি । সেখানে নেগেটিভ রোলে অভিনয় করবেন এই অভিনেতা । এমন ব্যস্ততার মাঝেই রাজ্য বিজেপিতে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর, কীভাবে দু'দিক ব্যালান্স করবেন তা জানতে চাইলে অভিনেতা বলেন, "অভিনয় আমার প্রথম প্রেম আর বিজেপি আমার হৃদয়ে আছে এবং থাকবে । দু'টোকেই ব্যালান্স করার চেষ্টা করব । আপাতত দলীয় কাজে একটু সময় বেশি দেব । বাংলায় এই মুহূর্তে আমার কাজ নেই তেমন । হিন্দিতেই কাজ আছে । তাই বাংলায় বসে দলের কাজে মন দেব । বিজেপি অন্যান্য রাজ্যে যেমন পদ্মফুল ফোটাচ্ছে, এ রাজ্যেও ফোটাবে বলেই আমাদের বিশ্বাস (Suraajit Choudhury Shares His Thoughts With ETV Bharat )।"