পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Suraajit Choudhury: 'বিজেপি করি, তাই বাংলা সিরিয়াল ডাকে না', বিস্ফোরক সুরজিৎ চৌধুরী - suraajit choudhury opens up about his journey

"বিজেপিতে আছি বলে কাজ কম । পাচ্ছি না বলা যায় । শুধু আমি না, আরও অনেকেই এই কারণে কাজ পাচ্ছেন না ।" টলিউডের রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে এবার সরব হলে অভিনেতা সুরজিৎ চৌধুরী (Suraajit Choudhury shares his Thoughts With ETV Bharat ) ৷

Suraajit Choudhury
"বিজেপি করার কারণে বাংলা সিরিয়াল ডাকে না", সাফ মন্তব্য সুরজিৎ চৌধুরীর

By

Published : Jun 29, 2022, 4:55 PM IST

কলকাতা, 29 জুন:সম্প্রতি বড় দায়িত্ব পেয়েছেন অভিনেতা সুরজিৎ চৌধুরী । বিজেপির কালচারাল সেল-এ সহ-কনভেনরের পদে আসীন হয়েছেন তিনি । বিজেপিতে তাঁর অভিষেক হয়েছে তিন বছর হতে চলল । অন্যদিকে তাঁর অভিনয় কেরিয়ারের বয়স সাত বছর অতিক্রান্ত । বাংলায় অভিনয়ের তালিকায় আছে 'কুসুম দোলা', 'করুণাময়ী রানি রাসমণি', 'গোপাল ভাঁড়', 'জরোয়ার ঝুমকো', 'রাখীবন্ধন', 'স্ত্রী', 'হুঁশিয়ার বাংলা', 'খোকাবাবু', 'মহাতীর্থ কালীঘাট'-এর মতো ধারাবাহিকগুলি । ছবির তালিকায় রয়েছে 'নবাব', 'মিশন চৌধুরী রাজবাড়ি', 'ল্যাবরেটরি', 'দ্য ফোর্থ ডাইমেনশন', 'দ্য পেইন্টিংস ইন দ্য ডার্ক'। এ ছাড়াও 'বিপ্লব আজ ও কাল', 'আবেশ' এবং 'শুভ নববর্ষ' রয়েছে মুক্তির অপেক্ষায় ।

সুরজিৎ চৌধুরী পা রেখেছেন বলিউডেও । আরশি বোখারিয়া পরিচালিত 'দেড় রাত' নামক হিন্দি ছবিতে একজন এনআরআই-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি । আলিয়া ভাট, অনুপম খেররাও রয়েছেন এই ছবিতে । ছবিটি মূলত একটি পলিটিক্যাল ড্রামা । সুরজিতের চরিত্রের নাম রোহিত মালহোত্রা ।

পাশাপাশি 'ভ্যাম্পায়ার' নামক একটি ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি । সেখানে নেগেটিভ রোলে অভিনয় করবেন এই অভিনেতা । এমন ব্যস্ততার মাঝেই রাজ্য বিজেপিতে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর, কীভাবে দু'দিক ব্যালান্স করবেন তা জানতে চাইলে অভিনেতা বলেন, "অভিনয় আমার প্রথম প্রেম আর বিজেপি আমার হৃদয়ে আছে এবং থাকবে । দু'টোকেই ব্যালান্স করার চেষ্টা করব । আপাতত দলীয় কাজে একটু সময় বেশি দেব । বাংলায় এই মুহূর্তে আমার কাজ নেই তেমন । হিন্দিতেই কাজ আছে । তাই বাংলায় বসে দলের কাজে মন দেব । বিজেপি অন্যান্য রাজ্যে যেমন পদ্মফুল ফোটাচ্ছে, এ রাজ্যেও ফোটাবে বলেই আমাদের বিশ্বাস (Suraajit Choudhury Shares His Thoughts With ETV Bharat )।"

সম্প্রতি এক বড় দায়িত্ব পেয়েছেন অভিনেতা সুরজিৎ চৌধুরী । বিজেপির কালচারাল সেল-এ সহ কনভেনরের পদে আসীন হয়েছেন তিনি ।

তিনি আরও বলেন, "বিজেপিতে আছি বলে কাজ কম । পাচ্ছি না বলা যায় । অনেকেই এই কারণে কাজ পাচ্ছেন না । তাই অনেকে ছেড়েও দিয়েছেন বিজেপি । অবাক লাগে, কোনও অভিনেতা তো অভিনয় করার সময় 'জয় শ্রী রাম' কিংবা 'খেলা হবে' বলে স্লোগান তোলে না । তা হলে কাজের সময়ে কেবল শাসক দলের লোকেদের মুখের ভিড়ই কেন? আমাদের এখানে একটা নোংরা প্রতিযোগিতা চলে । তিন-চারটে মুখই ঘুরে ফিরে আসে পার্শ্বচরিত্রে । ওদিকে বলিউডে পার্শ্বচরিত্রে কত নতুন নতুন মুখ উঠে আসে । এখানকার সিনেমা-সিরিয়াল যেদিকেই তাকান না কেন, দেখবেন সব পরিচিত মুখ । কেউ পরের পর ধারাবাহিকে বাবা, কেউ পিসি, কেউ মা কেউ বা অন্য কেউ । নতুন মুখের দেখা মেলে না । এভাবে চললে ইন্ডাস্ট্রি এগোবে কীভাবে?"

দিনকয়েক আগে অভিনেতা প্রসূণ গাইনও অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন । সেই প্রসঙ্গে সুরজিৎ বলেন, "প্রসূণের সঙ্গে নবাব ছবিতে কাজ করার সময় আলাপ হয় । দুর্দান্ত অভিনেতা । ওঁর কাছ থেকে দর্শক অনেক কিছু আশা করে । ওঁর এত তাড়াতাড়ি সরে গেলে চলবে না ।"

আরও পড়ুন:Shenaz Treasury : ভুলছেন চেনা মুখ, বিরল রোগে আক্রান্ত শাহিদের পর্দার নায়িকা শেহনাজ

এই প্রসঙ্গে তিনি দলীয় ভাবমূর্তি সামনে এনে বলেন, "আমরা পরিকল্পনামাফিক এগোতে চাই । বিজেপির কালচারাল সেল যাতে নজির বহন করে সেদিকে আমরা খেয়াল রাখব । রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো মানুষরা যখন রয়েছেন তখন আমরা পারব ।" সবশেষে অভিনেতা আরও বলেন, "তৃণমূল আমলে বাংলার সংস্কৃতির ভাববুদ্ধি যেভাবে নষ্ট হতে বসেছে তা আমরা পাল্টাব, আমাদের অঙ্গীকার ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details