পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি' নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের - kerala story ban

পশ্চিমবঙ্গে 'কেরালা স্টোরি'র নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের বিচারপতির ৷ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৷

Etv Bharat
'কেরালা স্টোরি'র নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

By

Published : May 18, 2023, 3:39 PM IST

Updated : May 18, 2023, 4:36 PM IST

নয়াদিল্লি, 18 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ পশ্চিমবঙ্গে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি সম্প্রচারে নিষেধাজ্ঞার উপরে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার জানিয়েছেন, সরকারের দায়িত্ব রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করা ৷ তাছাড়া সিবিএফসি'র তরফ থেকেও এই ছবিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে ৷ কোনও খারাপ ছবি কখনোই বক্সঅফিসে ভালো ফল করতে পারে না ৷ জনসাধারণের অসহিষ্ণুতার কথা বলে আইনি ব্যবহার করা যাবে না এক্ষেত্রে। তাহলে সমস্ত চলচ্চিত্রর ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হবে ৷ বৃহস্পতিবার ডিওয়াই চন্দ্রচূড়, পিএস নরসিমা এবং জেবি পার্দিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷

প্রসঙ্গত, 8 মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দ্য কেরালা স্টোরি' সিনেমা নিয়ে আপত্তি জানান ৷ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করে দেখানোর জন্য বিজেপির মদতে এই ধরনের সিনেমা তৈরি করা হচ্ছে ৷ এ প্রসঙ্গে 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী ৷ মমতার এই মন্তব্যের পরেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়, 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি দেখানে রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই সিনেমাটির প্রদর্শন বন্ধ করা হয় রাজ্যে ৷

এরই প্রতিবাদে রাজ্যে বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিলও করা হয় ৷ পাশাপাশি এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা ৷ এরপরেই 12 মে পশ্চিমবঙ্গ সরকারকে ছবি ব্যান করার পরিপ্রেক্ষিতে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি রাজ্যে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করায়, তামিলনাড়ুকেও নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট ৷ এরপর রাজ্যের তরফে সেই নোটিশের উত্তর দেওয়া হয়েছিল ৷ তবে শেষরক্ষা হল না ৷ শীর্ষ আদালতে ধাক্কা খেল এ রাজ্যের সরকার ৷

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, " পশ্চিমবঙ্গে এই ছবির ওপরে নিষেধাজ্ঞা কার্যকর নয় ৷ ছবি নিয়ে বাংলায় যে নির্দেশ জারি করা হয়েছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হল ৷" ছবি নির্মাতারা প্রাথমিক ভাবে দাবি করেছিলেন, কেরালায় 32 হাজার মহিলা বা মেয়েদের জোর করে ধর্মান্তকরণ করে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়েছিল ৷ কিন্তু এই সংখ্যা ঘিরে শুরু হয় বিতর্ক ৷ পরবর্তী সময়ে চাপে পড়ে পিছু হঠতে বাধ্য হন ছবির নির্মাতারা ৷ সংখ্যাটা 32 হাজার থেকে নেমে দাঁড়ায় মাত্র তিনে ৷ সেই পরিপ্রেক্ষিতে, এই গোটা বিষয় নিয়ে যে অস্বচ্ছ ধারণা তৈরি হয়েছে তা দূর করতেই ছবি নির্মাতাদের 'প্রপার ডিসক্লেইমার' দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন: মমতার সঙ্গে 'সব মিটে গেলেও' দ্য কেরালা স্টোরি নিয়ে অবস্থান বদলাচ্ছেন না শুভাপ্রসন্ন

উল্লেখ্য, দ্য কেরালা স্টোরি' নিয়ে দেশে কোথাও সেভাবে অশান্তির খবর সামনে আসেনি ৷ বরং, এই ছবি তরতরিয়ে বাড়িয়েছে বক্সঅফিস কালেকশন ৷ প্রায় 150 কোটি টাকার বেশি ব্যবসা করেছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি ৷ আদাহ শর্মা অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 5 মে ৷ মাত্র ন'দিনের মাথাতেই 'দ্য কেরালা স্টোরি' ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷

Last Updated : May 18, 2023, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details