হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: বক্সঅফিসে 'ধুম মাচানো'র পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের 'জেলার' ৷ 10 অগস্ট ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে 'জেলার' ৷ নেলসন দিলীপকুমার পরিচালিত ও সান পিকচার্স প্রযোজিত 'জেলার' 600 কোটির ঘরে পৌঁছে গিয়েছে অনেক আগেই ৷ এবার সুপার সাকসেসফুল এই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 'জওয়ান' মুক্তির দিন অর্থাৎ 7 সেপ্টেম্বর ওটিটি-তে আসছে 'জেলার' ৷
'জেলার' প্রসঙ্গে পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ছবির দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে এই ছবি ৷ 'জেলার' শুধু একটা বিনোদনমূলক ছবি নয়, এর ভিতরে লুকিয়ে রয়েছে অনেক ইমোশন ৷ লুকিয়ে রয়েছে ন্যায় ও পরিবারের মধ্যে অটুট বন্ধনের গল্প ৷ ফলে ছবিটি শুধুমাত্র অ্যাকশন-ড্রামা হিসাবে দর্শকদের মন জয় করেনি, ছবিতে উঠে আসা বাবা-ছেলের গল্প, ন্যায়-অন্যায়ের গল্পও দর্শকদের ভাবিয়েছে ৷ এরপরেই পরিচালক জানান, ভালো লাগছে ছবিটা অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই ছবিটা আসবে ৷ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দি ভাষায় ছবিটি ওটিটি-তে আসবে ৷