পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sunny Deol: ব্যাংকে বকেয়া 55 কোটি, পরিশোধে নিলামে উঠছে সানির জুহুর সম্পত্তি - গদর 2

Sunny Deol's Juhu property set for e-auction to recover: গদর 2-এর সাফল্যের মাঝেই আর্থিক চ্যালেঞ্জের মুখে সানি দেওল । একটি সংবাদপত্রে প্রকাশিত ব্যাঙ্ক অফ বরোদার নোটিশ অনুসারে, 55 কোটি টাকারও বেশি বকেয়া পুনরুদ্ধারের জন্য সানির জুহুর সম্পত্তি ই-নিলামের জন্য নির্ধারিত হয়েছে ।

Sunny Deol
সানি দেওল

By

Published : Aug 20, 2023, 5:04 PM IST

হায়দরাবাদ, 20 অগস্ট: তাঁর সাম্প্রতিক ছবি গদর 2-এর সাফল্য উপভোগ করার সময়ই আর্থিক ধাক্কার সম্মুখীন বলিউডের অভিনেতা সানি দেওল ৷ তাঁর থেকে 55 কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে বলে দাবি করে তাঁকে নোটিশ পাঠিয়েছে ব্যাংক অফ বরোদা ৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই খবর ৷

এখনও পর্যন্ত দুরন্ত সফল গদর 2 ৷ সানি দেওলের এই ছবি ইতিমধ্যেই দেশের বক্স অফিসে 300 কোটি টাকারও বেশি আয় করেছে ৷ তবে সানি দেওলের এই আনন্দের তাল কাটল ব্যাংকের নোটিশ পেয়ে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বকেয়া পাওনা আদায়ের জন্য তাঁর জুহুর সম্পত্তি বিক্রি করে দিতে হচ্ছে ৷

একটি সংবাদপত্রে প্রকাশিত ব্যাংকের নোটিশ থেকে জানা গিয়েছে যে, সানি দেওলের জুহুর সম্পত্তির নিলাম 9 সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে ৷ নোটিশটিতে সানির বাবা তথা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে এই বিষয়ে গ্যারান্টার হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ যদিও দেওল পরিবার এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ৷

এই আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও, সানি দেওল পেশাগত জীবনে বর্তমানে যথেষ্টই ব্যস্ত ৷ জানা গিয়েছে যে, তিনি 1997 সালের আইকনিক ফিল্ম বর্ডার-এর সিক্যুয়েল বর্ডার 2-এ মুখ্য ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত । সিক্যুয়েলের পরিচালক জেপি দত্ত ৷ তিনিই মূল ছবিরও পরিচালনা করেছিলেন ৷ আশা করা হচ্ছে যে, মূল সংকলন থেকে বিচ্যুত হয়ে সানির পাশাপাশি একটি নতুন কাস্ট উপস্থাপন করা হবে । এই ঘোষণা আগামী সপ্তাহের মধ্যে জনসাধারণের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন:300 কোটির ক্লাবে 'গদর 2', সামনে এল ছেলের ছবির মুক্তির তারিখও; খোশমেজাজে সেলিব্রেশন সানির

বক্স অফিসে গদর 2-এর সাফল্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ৷ আমিশা প্যাটেল ও সানির এই ছবি ঘরোয়া সংগ্রহে 336 কোটি টাকা আয় করেছে । এখনও প্রেক্ষাগৃহে যেভাবে এই ছবি চলছে, তাতে শিগগিরই এই ছবি ₹350 কোটি টাকার মাইলফলক অতিক্রম করে 400 কোটি টাকার দিকে এগোবে বলে মনে করা হচ্ছে ৷ অনিল শর্মা পরিচালিত এই চলচ্চিত্রটি তারা সিং (দেওল দ্বারা চিত্রিত) এর গল্প অনুসরণ করে তৈরি ৷ যিনি 1971 সালের সংঘাতের পটভূমিতে স্থাপিত পাকিস্তানি সেনাবাহিনীর খপ্পর থেকে তাঁর ছেলেকে উদ্ধার করার জন্য একটি অভিযান শুরু করেন ।

সানি সম্প্রতি বিমানবন্দরে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করায় সানির তিরস্কারের মুখে পড়তে হয় একজন ভক্তকে ৷ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রুষ্ট হন নেটনাগরিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details