পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sunny on Gadar 2 vs OMG 2: গদরের সময়ও সামনে আমিরের লগান ছিল, ওএমজি 2'র সঙ্গে বক্স অফিস ক্ল্যাশ নিয়ে বললেন সানি - biggest bollywood release clash

'গদর: এক প্রেম কথা' এবং 'লগন' দু'টি ছবি নিয়েই এখন চর্চা তুঙ্গে ৷ অবশেষে এই ব্যাটেল নিয়ে মুখ খুললেন সানি ৷

Pic Courtesy: Sunny Akshay Instagram
অক্ষয়ের সঙ্গে টক্কর প্রসঙ্গে মুখ খুললেন সানি

By

Published : Aug 7, 2023, 10:14 PM IST

হায়দরাবাদ, 7 অগস্ট:সানি দেওলের বহু প্রতীক্ষিত ছবি 'গদর 2' এবং অক্ষয়ের 'ওএমজি 2' পর্দায় আসতে চলেছে একই দিনে ৷ 11 অগস্ট তাই বক্স অফিসে হতে চলেছে মহা মুকাবলা ৷ তবে 2001 'গদর: এক প্রেম কথা' ছবিটিকেও পড়তে হয়েছিল এমনই একটি বিগ ব্যাটেলের মুখে ৷ সেই ছবির উল্টোদিকে ছিল আমির খানের 'লগান' ৷ তা সত্ত্বেও দু'টি ছবিই আজ হিন্দি বিনোদন জগতে কাল্ট সিনেমা হিসাবে পরিচিত ৷ সানি দেওল এবার স্মরণ করলেন সেই কথাই ৷

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল অক্ষয়ের 'ওএমজি 2' ছবির সঙ্গে তাঁর ছবির বক্স অফিস ক্ল্যাশের বিষয়টি ৷ এই নিয়ে কথা বলতে গিয়ে সানি দেওল বলেন, "এই ব্যাপারে আমি কিছুই জানি না ৷" তবে কথার মাঝে তিনি ফিরে গিয়েছেন পুরনো দিনের স্মৃতিতে ৷ তিনি জানিয়েছেন 'গদর: এক প্রেম কথা' এবং 'লগান' দু'টি ছবিই একসঙ্গে মুক্তি পায় ৷ সেসময় কিন্তু 'লগান' ছবিটিই ছিল বেশি চর্চিত ৷ তিনি পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলেন বিষয়টাকে ৷ সানি বলেন, তিনি নাকি নিজেকে বলেছিলেন 'গদর আমারই থাকবে ৷ যা হবে তা হোক ৷'

'গদর: এক প্রেম কথা' এবং 'লগন' দু'টি ছবিই যেভাবে বানিজ্যিক সাফল্যের কথাও এদিন উল্লেখ করতে ভোলেননি সানি ৷ তিনি জানান, 'গদর: এক প্রেম কথা' সেসময় বক্স অফিসে যে টাকা আয় করে 'লগন' তার 2 থেকে 5 শতাংশও করতে পারেনি ৷ যদিও তাঁর মতে, এভাবে তুলনা করতে তিনি রাজি নন ৷ 'লগন' একটা দারুণ ছবি ৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য় ছবিটির মনোনয়ন পাওয়াই তা প্রমাণ করে ৷

আরও পড়ুন:'বিয়ে করলে প্রিয় বন্ধুকে করুন', দীপিকার পোস্টের জবাবে কী বললেন রণবীর?

অন্যদিকে 'গদর 2' এবং 'ওএমজি 2' দু'টি ছবি নিয়েই এখন চর্চা তুঙ্গে ৷ অক্ষয়ের ছবির ট্রেলার আসতে না আসতেই আলোচনা শুরু হয়েছে ৷ তেমনই আবার সানি-আমিশার ছবি মনে করিয়ে দিয়েছে পুরোনো দিনের নস্টালজিয়া ৷ 'ম্যায় নিকলা গাড্ডি লেকে'-র মতো গান, তারা সিং আর সাকিনার প্রেম সব মিলিয়ে 22 বছর পর অনিল শর্মারা যে পাওয়ার প্য়াক্ট প্রজেক্ট নিয়ে হাজির হতে চলেছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details