মুম্বই, 4 জানুয়ারি:বড় পর্দায় ফিরছেন সাংসদ সানি দেওল ৷ তাও আবার 'গদর'-এর সেই 'সিং ইজ কিং' হয়েই ৷ কারণ ঠিক দু'দশক পর এবার পর্দায় আসছে 'গদর: এক প্রেম কথা' ছবির সিক্য়ুয়াল ৷ হিন্দির বিনোদন দুনিয়ায় একটি 'কাল্ট ফিল্ম' হিসাবেই পরিচিত 'গদর' ৷ অনিল শর্মা পরিচালিত সেই ছবিতে আমিশা প্যাটেল এবং সানি দেওলের প্রেমের কাহিনি আজও ভুলতে পারেননি সিনে অনুরাগীরা ৷ আর তাই এবার যখন সামনে এল সামনে এল 'গদর-2' ছবির প্রথম লুক ছবির প্রথম লুক, তখন দর্শকদের আগ্রহ যে তুঙ্গ উঠবে তা নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই (Sunny Deol New Film Gadar 2 ) ৷
সম্প্রতি জি স্টুডিয়ো একটি 50 সেকেন্ডের একটি ভিডিয়ো টুইট করেছে (New Film Gadar 2) ৷ যেখানে নতুন বছরে যে যে ছবি জি স্টুডিয়ো থেকে মুক্তি পেতে চলেছে তার কিছু ঝলক তুলে ধরা হয়েছে ৷ আর এখানেই সামনে এসেছে সানি দেওলের ফার্স্ট লুক (Gadar 2 first look is Out Now)৷ এখানে তাঁকে দেখা গিয়েছে গরুর গাড়ির চাকা হাতে একেবারে দৃপ্ত ভঙ্গিতে ৷ সেই পুরোনো সরল অথচ রাগী সানিকে আরও একবার কি ফিরে পাবেন দর্শকরা? উত্তর দেবে সময় ৷