হায়দরাবাদ, 3 অক্টোবর: 'লাল সিং চাড্ডা'র পর এবার 'লাহোর 1947' ৷ তবে অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বে আমির খান ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে আমির খান জানিয়েছেন, রাজকুমার সন্তোষি পরিচালিত সানি দেওল অভিনীত ছবি 'লাহোর 1947' তৈরি হতে চলেছে ৷ 'গদর 2'-এর সুপার সাকসেসের পর সানি দেওলের নতুন এই প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷
'লাহোর 1947' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে আমির খান প্রোডাকশনস ৷ এই ছবির মধ্য দিয়ে বলিউডের তিন তারকা এক ছাদের তলায় ৷ 'লাহোর 1947' হতে চলেছে আমির খান প্রযোজনা সংস্থার 17তম ছবি ৷ সানি দেওলের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত মি. পারফেকশনিস্ট ৷ তিনি সোশাল মিডিয়ায় বলেন, "আমি এবং আমার পুরো টিম নতুন প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ৷ 'লাহোর 1947' হতে চলেছে আমাদের পরবর্তী কাজ ৷ অভিনয়ে সানি দেওল ও পরিচালনায় রাজকুমার সন্তোষি ৷ আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি প্রতিভাবান দুটি মানুষ সানি দেওল ও রাজকুমার সন্তোষির সঙ্গে কাজ করতে ৷ এই জার্নিটা সত্যিই খুব সুন্দর হতে চলেছে ৷ আমাদের আশীর্বাদের প্রয়োজন ৷"