পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sunny Deol with Aamir Khan: আমিরের প্রযোজনায় ফের একবার সানি-রাজকুমার জুটি, আসছে 'লাহোর 1947' - আমির খান প্রোডাকশন

Sunny Deol with Aamir Khan New Movie: এবার একসঙ্গে ছবি করছেন আমির খান ও সানি দেওল ৷ 'লাহোর 1947' ছবির ঘোষণা করলেন আমির খান ৷ পরিচালক রাজকুমার সন্তোষি ৷ ছবি প্রযোজনার দায়িত্বে আমির খান প্রোডাকশন৷

Etv Bharat
আমিরের প্রযোজনায় সানি-রাজকুমার জুটি

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:46 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর: 'লাল সিং চাড্ডা'র পর এবার 'লাহোর 1947' ৷ তবে অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বে আমির খান ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে আমির খান জানিয়েছেন, রাজকুমার সন্তোষি পরিচালিত সানি দেওল অভিনীত ছবি 'লাহোর 1947' তৈরি হতে চলেছে ৷ 'গদর 2'-এর সুপার সাকসেসের পর সানি দেওলের নতুন এই প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷

'লাহোর 1947' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে আমির খান প্রোডাকশনস ৷ এই ছবির মধ্য দিয়ে বলিউডের তিন তারকা এক ছাদের তলায় ৷ 'লাহোর 1947' হতে চলেছে আমির খান প্রযোজনা সংস্থার 17তম ছবি ৷ সানি দেওলের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত মি. পারফেকশনিস্ট ৷ তিনি সোশাল মিডিয়ায় বলেন, "আমি এবং আমার পুরো টিম নতুন প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ৷ 'লাহোর 1947' হতে চলেছে আমাদের পরবর্তী কাজ ৷ অভিনয়ে সানি দেওল ও পরিচালনায় রাজকুমার সন্তোষি ৷ আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি প্রতিভাবান দুটি মানুষ সানি দেওল ও রাজকুমার সন্তোষির সঙ্গে কাজ করতে ৷ এই জার্নিটা সত্যিই খুব সুন্দর হতে চলেছে ৷ আমাদের আশীর্বাদের প্রয়োজন ৷"

এর আগে রাজকুমার সন্তোষি ও সানি দেওল তিনটি ব্লকব্লাস্টার হিট ছবি উপহার দিয়েছেন ৷ ঘায়েল, দামিনী ও ঘাতক ৷ বক্সঅফিসে এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল ৷ অনুরাগীরা আশা করছেন, এই ছবিও সাড়া ফেলবে দর্শক মনে ৷ ইতিমধ্যে সানি দেওল অভিনীত 'গদর 2' বক্সঅফিসে ম্যাসিভ হিট করেছে ৷ মেগা ব্লকব্লাস্টার এই ছবির ব্যবসার অঙ্ক ছাড়িয়েছে 500 কোটির বেশি ৷ ছবির সাফল্যের কারণে মুম্বইয়ে সাকসেস পার্টিও দিয়েছিলেন অভিনেতা সানি ৷ 'গদর' ছবির সিক্যুয়েল 'গদর 2' বলিউডে অনেক রেকর্ড তৈরি করেছে ৷ নেটিজেনদের মতে, সানির এই সাফল্যকেই কাজে লাগাতে চাইছেন আমির খান৷

আরও পড়ুন: শিখর পাহাড়িয়ার ভাইয়ের বলিউড জার্নি শুরু, শুভেচ্ছা জাহ্নবী কাপুরের

ABOUT THE AUTHOR

...view details