পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dharmendra Health Update: চিকিৎসা নয়, ছুটি কাটাতেই বিদেশে ধর্মেন্দ্র; জানালেন হেমা - Dharmendra jetting off to US for medical treatment

Sunny Deol on Dharmendra Health Condition: ধর্মেন্দ্র একেবারেই সুস্থ ৷ অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তৈরি হওয়া গুজবকে এভাবেই উড়িয়ে দিলেন অভিনেতা পুত্র সানি দেওল এবং পত্নী হেমা মালিনী ৷

Dharmendra and Sunny Deol
ধর্মেন্দ্রর অসুস্থতার গুজব নিয়ে সরব সানি হেমা

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 3:07 PM IST

Updated : Sep 12, 2023, 6:59 PM IST

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর:অসুস্থ বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র ৷ গত সোমবার এমনই খবর ছড়িয়েছিল সোশাল মিডিয়ায় ৷ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এও সামনে এসেছিল 87 বছর বয়সি এই অভিনেতাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাচ্ছেন পুত্র সানি দেওল ৷ আমেরিকায় প্রায় 20 দিন থেকে নাকি চিকিৎসা করাতে হবে ধর্মেন্দ্রকে ৷ কিন্তু এই রিপোর্টকে পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দিলেন সানি নিজেই ৷ এই নিয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্র পত্নী তথা অভিনেত্রী হেমা মালিনিও ৷

সম্প্রতি এয়ারপোর্টে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউয়ে সানি জানান, তাঁর বাবার অসুস্থতা সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা একেবারেই ঠিক নয় ৷ তিনি বাবকে নিয়ে বিদেশে যাচ্ছেন ঠিকই তবে চিকিৎসার জন্য নয় ছুটি কাটাতে ৷ সানি দেওলের টিমের তরফে জানানো হয়েছে আশঙ্কার কোনও কারণ নেই ৷ খবর অনুযায়ী, মূলত তাঁর কন্যার সঙ্গে দেখা করতেই ধর্মেন্দ্রর এই বিদেশ যাত্রা ৷ বেশ কয়েকদিন ক্যালিফোর্নিয়াতে কাটিয়ে আবার দেশে ফিরবেন তাঁরা ৷

অন্যদিকে এই খবর নিয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্র পত্নী হেমা মালিনিও ৷ সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান অভিনেতাকে শরীরিকভাবে একেবারেই সুস্থ রয়েছেন ৷ তাই এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷ তিনি আরও জানান, উনি আমেরিকা গিয়েছেন ৷ ওখানে একটা রুটিন হেলথ চেকআপও করানো হবে তাঁর ৷

আরও পড়ুন:'ঐতিহাসিক মুহূর্ত', জি20’র সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন রণবীর আলিয়ার

কয়েকদিন আগেই 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে তাঁর অভিনয়ের জেরে চর্চায় উঠে এসেছিলেন এই বর্ষীয়াণ অভিনেতা ৷ শাবানা আজমির সঙ্গে তাঁর রোম্যান্সের দৃশ্যগুলি নজর কেড়েছিল অনেকেরই ৷ এছাড়া অন্যদিকে তাঁকে দেখা গিয়েছে 'তাজ' ওয়েব সিরিজেও ৷ আর সানি তো এখন তাঁর 'গদর 2' ছবির জন্য বেশ চর্চায় রয়েছেন ৷ বক্স অফিসে 500 কোটির বেশি টাকা আয় করেছে এই ছবি ৷

Last Updated : Sep 12, 2023, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details