হায়দরাবাদ, 29 মে: সানি দেওল আগামীতে পর্দায় ফিরতে চলেছেন তাঁর আইকনিক হিট 'গদর: এক প্রেম কথা' ছবির দ্বিতীয় পর্ব 'গদর 2' নিয়ে ৷ তাঁর এই ছবির জন্য় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির একটি পোস্টারও ৷ আর সেখানে সানিকে দেখা গিয়েছে একেবারে 'অ্যাংরি পঞ্জাবি মুণ্ডা' রূপে ৷ মাথায় পাগড়ি, হাতে একটি বিশাল হাতুড়ি আর সঙ্গে দৃঢ় পদক্ষেপে তাঁর এগিয়ে যাওয়া-সব মিলিয়ে রীতিমতো আশা জাগিয়েছে ছবির ফার্স্ট লুক ৷ আর এবার এই ছবি নিয়ে আরও একটি বড় খবর সামনে এল ৷
ছবির শ্যুটিংয়ের শেষ মুহূর্তের কাজ চলছে এই মুহূর্তে ৷ অর্থাৎ, আর মাত্র কিছুদিনের মধ্যেই ব়্যাপ-আপ হবে গদর 2'এর শ্যুটিং ৷ আর সেই ছবির শ্য়ুটিংয়ের জন্য় আপাতত চণ্ডীগড়ে রয়েছেন ছবির তারা সিং এবং সাকিনা ৷ ছবির সেট থেকেই একটি ভিডিয়ো সোমবার ভাইরাল হয়েছে পাপারাৎজিদের কল্যাণে ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে আলাপচারিতায় ব্যস্ত সানি দেওল এবং আমিশা প্যাটেল ৷