মুম্বই, 18 নভেম্বর:খবর অনুযায়ী অক্ষয় কুমার-পরেশ রাওয়াল-সুনীল শেট্টি অভিনীত সুপার হিট 'হেরা ফেরি' সিরিজে যোগ দিতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ এর আগে গত সপ্তাহে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, 'হেরা ফেরি 3'-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর সেখানে রাজু চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে ৷ এই নিয়েই বৃহস্পতিবার মুখ খুলেছেন ছবির শ্যাম অর্থাৎ সুনীল শেট্টি(Kartik Aaryan joining Hera Pheri franchise ) ৷
ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,"কার্তিক আরিয়ান খুবই ভালো অভিনেতা কিন্তু তিনি রাজুর চরিত্রে অভিনয় করছেন না । কার্তিক একটি সম্পূর্ণ নতুন চরিত্রে রয়েছেন এবং তিনি যে চরিত্রে অভিনয় করবেন তাতে তিনি আশ্চর্যজনক স্ফূর্তি নিয়ে আসবেন। কেউ রাজুর জায়গা নিতে পারবেন না । এখন রাজু এবং ফিরোজ (প্রযোজক) ভাইকেই জন্য হেরা ফেরি-র এই সমস্য়ার সমাধান করতে হবে(Suniel Shetty on Kartik Aaryan replacing Akshay) ৷" তাঁর এই কথা থেকেই স্পষ্ট যে অক্ষয় এই ছবির জন্য় কতটা গুরুত্বপূর্ণ ৷ একথা ঠিক যে অক্ষয়ের শেষ কয়েকটি ছবি সেভাবে সাফল্য পায়নি ৷ কিন্তু বাবু ভাইয়া-শ্য়াম আর রাজুর জুটি এখনও অমলিন দর্শক মনে ৷