পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Suniel Shetty Dance: বুড়ো হাড়ে ভেলকি সুনীল শেট্টির ৷ পা মেলালেন 'কুইক স্টাইল' ডান্স ট্রুুপের সঙ্গে - Anushka Sharma

বিরাট কোহলির পর এবার 'দ্য কুইক স্টাইল' (The Quick Style) ডান্স গ্রুপের সঙ্গে পা মেলালেন সুনীল শেট্টি ৷ নব্বই দশকের সুপার হিরোর কুল ইমেজ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

Etv Bharat
'কুইক স্টাইল' ডান্স ট্রুুপের সঙ্গে সুনীল শেট্টি

By

Published : Mar 16, 2023, 3:52 PM IST

হায়দরাবাদ, 14 মার্চ: 60 বছরেও ডান্স মুভে ভেলকি দেখাচ্ছেন সুনীল শেট্টি (suniel shetty) ৷ নব্বইয়ের হার্টথ্রব আজও টক্কর দিতে পারে জেন ওয়াই'কে ৷ আর অনুরাগীদের মধ্যে এত হইচই উঠেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিও নিয়ে ৷ বলিউড অ্যাকশন স্টার সুনীল শেট্টি এবার পা মিলিয়েছেন নরওয়ের ডান্স ট্রুপ দ্য কুইক স্টাইল (The Quick Style) মেম্বারদের সঙ্গে ৷

2006 সালে নরওয়ে এই ডান্স ট্পুপ তৈরি হলেও তারা পরিচিতি পান বলিউডের সুপার হিট গান কালা চশমায় নেচে ৷ এরপর বলিউডের অনেক সেলেবদের সঙ্গেই রিলস বানিয়েছেন দ্য কুইক স্টাইল ডান্স ট্রুপ ৷ এবার তাদের সঙ্গে পা মেলালেন সুনীল শেট্টিও ৷ 1995 সালের হিট ছবি টক্কর-এর 'আঁখো ম্যায় বাসে হো তুম'- (Aankhon Mein Base Ho Tum) এই গানটিতে পা মেলান মিস্টার শেট্টি ও দ্য কুইক ডান্স ট্রুপ (Suniel Shetty grooves to with viral dance troupe) ৷ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডান্স গ্রুপের সদস্যরা প্রথমে সহজ ও ক্যাচি ডান্স স্টেপ একে অপরের সঙ্গে মেলাতে থাকে ৷ তারপর সেই গানে যোগ দেন 'কুল' সুনীল শেট্টি ৷ ভিডিওটি দ্য কুইক স্টাইল ইনস্টাগ্রামে শেয়ার করেছে ৷ ক্যাপশনে তারা লিখেছে, "সুনীল স্যারকে দেখে মনে হয়েছে, তাঁকে বহুদিন ধরেই চেনেন ৷" ভিডিওটি পোস্ট হওয়ার পরেই সুনীলের ছেলে আহান (Ahan Shetty) লিখেছেন, " খুব ভাল লেগেছে পাপা ৷" 1995-র টক্কর ছবির এই গান বেশ জনপ্রিয় ৷ গানটিতে সুনীলের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনালী বেন্দ্রেকে ৷ গানটি গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য ও অলকা ইয়াগনিক ৷

আরও পড়ুন:স্বামী ও মায়ের সঙ্গে জন্মদিন কাটালেন আলিয়া, দেখুন ছবিতে

প্রসঙ্গত, মুম্বইয়ের লোকাল ট্রেনে হোক বা বিরাট কোহলির (Virat Kohli) মতো ক্রিকেটার সকলের সঙ্গেই নিজস্ব ভঙ্গিমায় পা মিলিয়ে বর্তমানে রিলস দুনিয়ায় রাজ করছে 'দ্য কুইক স্টাইল' ৷

ABOUT THE AUTHOR

...view details