হায়দরাবাদ, 30 জুলাই: অবশেষে সামনে এসেছে হরনাথ চক্রবর্তী 'ওহ লাভলি' ছবির টিজার । এভারগ্রিন মদন মিত্রের পাশাপাশি পর্দায় হাজির নবাগত রাজন্দিনী পাল ও শ্রীষ চট্টোপাধ্যায় । এক গ্রামের ছেলে আর শহরের মেয়ের প্রেমের গল্প বলবে ওহ লাভলি । টিজার মুক্তি পেতেই খুশি অনুরাগীরা ।
এতদিন রাজনীতির মঞ্চ তিনি কাঁপিয়েছেন । তারপর সেখান থেকে গানের জগৎ । সেখানেও দিব্য বাজিমাত করেছেন কামারহাটির বিধায়ক । এবার তিনি আসছেন বড়পর্দা কাঁপাতে । হরনাথ চক্রবর্তীর হাত ধরে ছবির দুনিয়ায় পা রেখেছেন মদন মিত্র । ছবির প্রথম ঝলক সামনে আসার পর কামারহাটির অ্যাংরি ইয়ংম্যানকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন মদন অনুরাগীরা ।
সেই ছবির টিজার সামনে এসেছে রবিবার সন্ধ্যায় । টিজারে দেখা গিয়েছে, গরীব ঘরের ছেলে সন্তু ওরফে শ্রীষ । তিনি প্রেমে পড়েন বড়লোক বাড়ির মেয়ে নিধি ওরফে রাজনন্দিনীর প্রেমে পড়েন । সন্তু আবার বেকারও । অন্যদিকে নিধির রাগী বাবার চরিত্রে দেখা গিয়েছে মদন মিত্রকে । হাতে বন্দুক নিয়ে রীতিমত ক্ষেপে লাল তিনি ।