পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Oh Lovely: প্রকাশ্যে 'ওহ লাভলি'-র টিজার, শুভেচ্ছা অনুরাগীদের - Haranath chakraborty

প্রকাশিত হয়েছে হরনাথ চক্রবর্তী পরিচালিত ও মদন মিত্র অভিনীত 'ওহ লাভলি' ছবির টিজার । পর্দায় নবাগতা শ্রীষ ও রাজনন্দিনীর কেমেষ্ট্রি ইতিমধ্যে জমে ক্ষীর ।

Etv Bharat
প্রকাশ্যে 'ওহ লাভলি'-র টিজার

By

Published : Jul 30, 2023, 9:02 PM IST

হায়দরাবাদ, 30 জুলাই: অবশেষে সামনে এসেছে হরনাথ চক্রবর্তী 'ওহ লাভলি' ছবির টিজার । এভারগ্রিন মদন মিত্রের পাশাপাশি পর্দায় হাজির নবাগত রাজন্দিনী পাল ও শ্রীষ চট্টোপাধ্যায় । এক গ্রামের ছেলে আর শহরের মেয়ের প্রেমের গল্প বলবে ওহ লাভলি । টিজার মুক্তি পেতেই খুশি অনুরাগীরা ।

এতদিন রাজনীতির মঞ্চ তিনি কাঁপিয়েছেন । তারপর সেখান থেকে গানের জগৎ । সেখানেও দিব্য বাজিমাত করেছেন কামারহাটির বিধায়ক । এবার তিনি আসছেন বড়পর্দা কাঁপাতে । হরনাথ চক্রবর্তীর হাত ধরে ছবির দুনিয়ায় পা রেখেছেন মদন মিত্র । ছবির প্রথম ঝলক সামনে আসার পর কামারহাটির অ্যাংরি ইয়ংম্যানকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন মদন অনুরাগীরা ।

সেই ছবির টিজার সামনে এসেছে রবিবার সন্ধ্যায় । টিজারে দেখা গিয়েছে, গরীব ঘরের ছেলে সন্তু ওরফে শ্রীষ । তিনি প্রেমে পড়েন বড়লোক বাড়ির মেয়ে নিধি ওরফে রাজনন্দিনীর প্রেমে পড়েন । সন্তু আবার বেকারও । অন্যদিকে নিধির রাগী বাবার চরিত্রে দেখা গিয়েছে মদন মিত্রকে । হাতে বন্দুক নিয়ে রীতিমত ক্ষেপে লাল তিনি ।

ছবির প্রযোজনা সংস্থা সাথী ফিল্মসের তরফে এই দিন টিজারটি সামনে আনা হয়েছে । ক্যাপশনে লেখা, "সন্তু কী পারবে সব বাধা পেরিয়ে নিধির ভালোবাসা পেতে? কীভাবে সামলাবে ওরা, নিধির রাগী বাবাকে? আসছে এক গ্রামের ছেলে আর শহরের মেয়ের প্রেমের গল্প।" টিজারে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে লাবনী সরকার, খরাজ মুখোপাধ্যায়কে ।

আরও পড়ুন: সৌরভ-দর্শনাকে নিয়ে শর্মিষ্ঠা দেবের নতুন ছবি 'মাস্টারমাইন্ড', কবে প্রকাশ?

প্রসঙ্গত, এর আগে বনি ও কৌশানিকে নিয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী বানিয়েছেন 'ডাল বাটি চুরমা' । কিন্তু সেই ছবি বক্সঅফিসে সাফল্যের মুখ দেখেনি । এবার মুক্তির অপেক্ষায় 'ওহ লাভলি' । ছবির টিজার ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে । কবে আসবে ট্রেলার তা এখনও জানা যায়নি । তবে রূপোলি পর্দায় মদন মিত্রের হাত ধরে এই ছবি সাফল্যের মুখ দেখে কি না, সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details