হায়দরাবাদ, 4 অগস্ট:বাগদান সেরে ফেললেন পরিচালক অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়া কাশ্যপ ৷ বাগদত্তা শ্যেন গ্রেগরির সঙ্গে আলিয়ার আংটি বদলের এই পার্টিতে উপস্থিত ছিলেন টিনসেল টাউনের অনেক তারকারাই ৷ বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে আয়োজিত এই পার্টিতে দেখা গেল সইফ পুত্র ইব্রাহিম আলি খান এবং শাহরুখ কন্যা সুহানা খানকে ৷ আর তাঁর সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য় নন্দাও ৷
অগস্ত্যর সঙ্গে সুহানার সম্পর্ক নিয়ে গুঞ্জন আজকের নয় ৷ জোয়া আখতারের ছবিতে কাজের সময় থেকেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয় ৷ এদিনও পার্টিতে একসঙ্গে দেখা গেল তাঁদের ৷ অন্যদিকে পলক তিওয়ারির সঙ্গে দেখা গেল ইব্রাহিমকে ৷ তাঁদের নিয়েও বেশ কানাঘুষো খবর ছড়িয়েছে কিছু দিন ধরেই ৷ শ্রীদেবী কন্যা খুশি কাপুরকেও এদিন দেখা গেল গোলাপি শাড়িতে ৷
আলিয়ার পরণে এদিন ছিল সুন্দর একটি সাদা লেহেঙ্গা ৷ অন্যদিকে শ্যেনকে দেখা গেল ভারতীয় কুর্তা এবং পাজামায় ৷ তাঁদের দু'জনের পোশাকই নজর কেড়েছে সকলের ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কোচেইন এবং তাঁর বর্তমান প্রেমিক গাই হের্সবার্গ ৷ সঙ্গে ছিল তাঁদের মেয়েও ৷ অলয়া এফ, ঐশ্বর্য ঠাকরে এবং রাজকুমার সন্তোষী, মার্জিন জাফরি, তানিশা সন্তোষীর মতো একাধিক তারকারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ৷
আরও পড়ুন:'জিন্দেগী এক সফর হ্যায় সুহানা', জন্মদিনে ফিরে দেখা কিশোর কুমারের সেরা 10টি গান
আলিয়া-শ্যেন গ্রেগরির বাগদানের কথা আগেই সামনে এসেছিল ৷ আলিয়া নিজই ইনস্টাগ্রামে তাঁর প্রেমিকের কথা ঘোষণা করেছিলেন ৷ জানিয়েছিলেন গ্রেগরির সঙ্গেই আগামী জীবনটা কাটাতে চান তিনি ৷ এবার আনুষ্ঠানিকভাবে এল পাকাপোক্ত খবর ৷ অনুরাগকেও এদিন মেয়ের সঙ্গে দেখা গেল খোশমেজাজে ৷ মেয়ের সঙ্গে এক ফ্রেমেও বন্দি হলেন পরিচালক ৷ তাঁকে নতুন ভাবে পেয়ে খুশি সকলেই ৷ অনুরাগকে কিছুদিন আগেই ভুগতে হয়েছে নানা অসুস্থতায় ৷ ধীরে ধীরে আবার ছবির জগতে ফিরেছেন তিনি ৷ তাঁর শেষ দু'টি ছবির তালিকায় রয়েছে 'অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত' এবং 'কেনেডি' ৷