হায়দরাবাদ, 19 অক্টোবর: শাহরুখ কন্যার নতুন ছবি 'দ্য আর্চিস'-এর প্রথম গান নিয়ে হাজির নির্মাতারা ৷ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির প্রথম গান 'শুনো' ৷ গানটিতে কণ্ঠ দিয়েছেন তেজস ৷ গানটিতে ফুটে উঠেছে রিভারডেলের একটি সুন্দর ছবি ৷ পরিচালক জোয়া আখতারের হাত ধরে কমিকসের পাতা থেকে 'দ্য় আর্চিস' আসতে চলেছে রূপোলি পর্দায় ৷ রিভালডেল শহরের বেশ কয়েকজন তরুণ-তরুণীকে কেন্দ্র কর গড়ে উঠেছে এই কাহিনি ৷
'শুনো' গানটির কথা লিখেছেন জাভেদ আখতার এবং অদিতি ডট ৷ আর সুর দিয়েছেন অঙ্কুর তিওয়ারি ৷ ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্য়া সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ৷ এছাড়াও দেখা যাবে মিহির আহুজা, বেদাং রায়না, ডট, এবং যুবরাজ মেন্ডাকে ৷ বক্সঅফিসে পরপর দু'টি সুপারহিট ছবি উপহার দিয়ে এই বছরটা নিজের নামে করে নিয়েছেন শাহরুখ খান ৷ এবার শাহরুখ কন্য়াও কি পারবেন বাবার উত্তরাধিকার ধরে রাখতে ? সেটাই এখন দেখার ৷