হায়দরাবাদ, 19 এপ্রিল: মা গৌরী খানের বইয়ের ফটোশুট থেকে সুহানা খানের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে । এর আগে, তাঁর সুপারস্টার বাবা শাহরুখ খান, মা গৌরী এবং ভাই আরিয়ান ও আবরামের সঙ্গে সুহানার সপরিবার ছবি চমকে দিয়েছিল ভক্তদের । সাম্প্রতিক ছবিগুলিতে সুহানাকে তাঁর মায়ের সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে ৷ যা প্রশংসা কুড়িয়েছে নেট নাগরিকদের ৷
শীঘ্রই জোয়া আখতারের নেটফ্লিক্স ছবিতে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুহানা খানের ৷ তার আগে ইনস্টাগ্রামে মঙ্গলবার একটি ফ্যান পেজে সুহানার ছবি শেয়ার করা হয়েছে ৷ সেই ছবিতে একটি সাদা ক্রপ টপ এবং নীল জিন্সে দেখা গিয়েছে শাহরুখ-কন্যাকে ৷ গৌরীর ডিজাইন করা একটি জমকালো ঘরে বিছানায় শুয়ে পোজ দিয়েছেন তিনি ৷ সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি সাদা-কালো ৷ সেখানে সুহানা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন । গ্ল্যামারাস মেকআপ আর পনিটেলে মোহময়ী দেখাচ্ছে সুহানা খানকে ৷
এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট সেকশন বানভাসি করেছেন অনুরাগীরা ৷ একের পর এক পড়েছে লাল হৃদয় ও আগুনের ইমোজি । শাহরুখ খানের একটি গানের কথা উল্লেখ করে একজন ব্যবহারকারী লিখেছেন, "তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যায়ার হোতা হ্যায় দিওয়ানা সনম, আব ইয়াহাঁ সে কাহাঁ জায়ে হাম, তেরি বাহোঁ মে মর যায়ে হাম ।" অন্য একজন লিখেছেন, "বাহ, চমৎকার ছবি ।" আর একজনের কথায়, "আপনাকে গর্জিয়াস লাগছে !"