হায়দরাবাদ, 14 মে: ব্যান আর বিতর্কও আটকাতে পারল না 'দ্য কেরল স্টোরি' ৷ উলটে তা যেন বয়ে আনল সৌভাগ্য ৷ ফলস্বরূপ মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্সঅফিসে 100 কোটির ক্লাবে ঢুকে গেল সুদীপ্ত সেনের এই ছবি ৷ মাত্র 9 দিনে এই ধরনের বিষয় নিয়ে ছবির সাফল্য ক'টা সিনেমা দেখাতে পেরেছে তা হাতে গুনে বলা যায় ৷ আপাতত 2023 এর সেকেন্ড হাইয়েস্ট গ্রসার ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷
ছবিতে ইনপুটস, প্রদেয় তথ্য নিয়ে বিতর্ক রয়েছে অনেক ৷ তবে আদাহ শর্মা, যোগিতা বিহানী, সোনিয়া বালানি, এবং সিদ্ধি ইদনানির অভিনয় এক্ষেত্রে কোনওভাবেই অনস্বীকার্য নয় ৷ তাঁদের অভিনয়শৈলী একটা ছবিকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে, তা যাঁরা দেখেছেন তাঁরা এককথায় স্বীকার করে নিয়েছেন ৷ চিত্রনাট্যের পোক্ত বুনন, ক্যামেরার অসাধারণ কাজ আর অবশ্যই সাবলীল অভিনয় ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে দর্শকদের ৷ কোনও রকম বিভাজনের কথা না-বলে, শুধুমাত্র পারফরম্যান্সের বিচারে এই ছবি অনেক কিছু শেখায় ৷
রবিবার বক্সঅফিস সাফল্যের ফলাফল সামনে আসতেই উচ্ছ্বসিত ছবির পরিচালক থেকে কলাকুশলীরা ৷ ভারতে 5 মে প্রেক্ষাগৃহে এসেছিল এই ছবি ৷ 12 মে 37টি দেশে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷ তবে শুধুমাত্র শনিবারই ভারতে এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল 19.5 কোটি টাকা ৷ মাত্র নয় দিনে এই ছবির কালেকশন প্রায় 112.99 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট করণ আদর্শ টুইট করে ছবির সাফল্যের কথা জানিয়েছেন ৷