কলকাতা, 31 মে:এবার ওটিটিতে আসতে চলেছে পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ ইতিমধ্য়েই বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছে এই ছবি ৷ বছরের দ্বিতীয় সফল ছবি হিসাবে দু'শো কোটির গণ্ডিও পেরিয়ে গিয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷ ছবির গল্প তৈরি হয়েছে কেরলের নার্সিং কলেজের কিছু মেয়েকে কেন্দ্রে রেখে ৷ কীভাবে তাঁদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ম পরিবর্তন করানো হয় এবং একসময় শেষমেষ তাদের আইএসআইএস যোগ দিতে বাধ্য করা হয় সেই কাহিনিই তুলে ধরে এই ছবি ৷ এবার সেই ছবিই আসছে ওটিটিতে ৷ বুধবার ইটিভি ভারতকে এমনটাই জানালেন পরিচালক সুদীপ্ত সেন ৷
সুদীপ্ত বলেন, "আমরা চেয়েছিলাম ছবিটা যাতে একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে, ছোট শহরের মানুষের কাছে পৌঁছয় ৷ সেখানেই এই ছবিটার প্রাসঙ্গিকতা ৷ আমরা কিছুটা সাফল্য পেয়েছি হয়তো আরও সফল হলে ভালো লাগত ৷ ওটিটির সমস্য়া হল ওটিটি মাধ্য়মটা এখনও খুব শহুরে ৷ তবে এখন যেহেতু এক মাস হয়ে গিয়েছে মানুষের কাছে ছবিটা পৌঁছে গিয়েছে তাই মনে হয়ে বিশেষত যেসব জায়গায় ছবিটা মানুষ দেখতে পাননি তামিলনাড়ু বা বাংলায় সেই দর্শকের জন্য় এখন ওটিটি রিলিজ নিয়ে দ্রুত ভাবনা দরকার ৷ আমার মনে হয়, এক মাসের মধ্য়েই ছবিটা ওটিটিতে মুক্তি পাবে ৷"
যদিও ঠিক কোন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়েছে তাঁর তা নিয়ে এখনও কিছু খুলে বলেননি তিনি ৷ বাংলায় ছবি নিষিদ্ধ করা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এটা একটা তুঘলকীয় ফরমান ৷ যাঁরা বিতর্ক করছেন তাঁরা ছবিটা দেখেননি ৷ যাঁরা ছবিটা নিষিদ্ধ করছেন তাঁরাও ছবিটা দেখেননি ৷ কাউকে আটকাতে না পেরে ফোন তুলে হল মালিকদের ধমকানো যে ছবি দেখালে লাইসেন্স বাতিল করে দেব, এটা গুন্ডামি ৷ ছবি সম্পর্কিত বিতর্ক নিয়ে বলতে গিয়ে এদিন তিনি জানান ছবি মুক্তির আগে বিতর্ক ছিল তবে এখন তা আর নেই ৷
আরও পড়ুন:'বাংলাতেই ছবি ব্যান, মুম্বইয়ে মান সম্মান গিয়েছে', বললেন 'দ্য কেরালা স্টোরি'র সঙ্গীত পরিচালক বিশাখ