পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sudipta And Joy: "দেরি হল একসঙ্গে কাজ করতে"- আক্ষেপের সুর জয়-সুদীপ্তার গলায় - দেরি হল একসঙ্গে কাজ করতে আক্ষেপে জয় সুদীপ্তার গলায়

এই ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্ত । এর আগে একসঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ দু'জনের গলাতেই(Sudipta Joy Share Their Experience Working Together ) ৷

Sudipta Joy Share Their Experience Working Together
"অনেকটা দেরি হল একসঙ্গে কাজ করতে"- আক্ষেপের সুর জয়-সুদীপ্তার গলায়

By

Published : Nov 2, 2022, 1:15 PM IST

কলকাতা, 2 নভেম্বর: 11 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'তৃতীয়'। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্ত । দু'জনেই বিনোদন দুনিয়ার খুব চেনা মুখ । জয় সেনগুপ্ত মুম্বইতে বেশি কাজ করলেও বাংলায় কম কাজ করেননি । সুদীপ্তা এবং জয় দু'জনেই থিয়েটার কর্মী । একে অপরের গুণমুগ্ধ তাঁরা । তবে এত বছরের ফিল্মি কেরিয়ারে একসঙ্গে কাজ করা হয়নি দু'জনের ৷ অনিমেষ বসুর দৌলতে এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন তাঁরা(Sudipta Joy Share Their Experience Working Together ) ।

11 নভেম্বর সেই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে । ফিল্মি কেরিয়ারে এত বছরের জার্নিতে এতদিন একে অপরের সঙ্গে কাজ করার সুযোগ পাননি বলে আক্ষেপের সুর শোনা গেল দু'জনের কণ্ঠেই । জয় বলেন, "সুদীপ্তার সঙ্গে এই প্রথম কাজ আমার । যেটা আরও আগে হওয়া উচিত ছিল । এতদিন ধরে কাজ করছি দু'জনে । অথচ একসঙ্গে কাজ করিনি, এটা একদমই উচিত হয়নি । দু'জনের কাজের ধারা অনেকটা এক । দু'জনেই ভিন্নধর্মী কাজ করি, দু'জনেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসা, দুজনেই আর্ট ফিল্ম করি । সুতরাং আগে কাজ হওয়াটা কাম্য ছিল । যাইহোক, এই ছবিতে দু'জনের খুব বেশি স্ক্রিন শেয়ারিং না থাকলেও চরিত্রদুটো দারুণ । ভালো অভিনেতার সঙ্গে কাজ করলে নিজেও সমৃদ্ধ হওয়া যায়। সুদীপ্তা তেমনই একজন ( Joy Sengupta on Sudipta Chakraborty)।"

এই ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্ত

জয় সেনগুপ্তর সঙ্গে প্রথম কাজ নিয়ে আপ্লুত সুদীপ্তাও (Sudipta Chakraborty on Joy Sengupta) একইভাবে এতদিন একবারও স্ক্রিনশেয়ার না করতে পারার আপশোষ রয়েছে তাঁর গলাতেও ৷ তিনি বলেন, "আমারও খুব আক্ষেপ যে জয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ । কী অসম্ভব ভালো একজন অভিনেতা জয় । মুম্বইয়ের মানুষ হলেও কলকাতায় নাটক করতে আসে । কত ভালো ভালো বাংল ছবিতে অভিনয় করেছে । কত তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে নাটকে অভিনয় করে । খুব দক্ষ একজন শিল্পী জয় সেনগুপ্ত । সত্যিই আরও অনেক আগে আমাদের দু'জনের একসঙ্গে কাজ করা উচিত ছিল । অনিমেষ বসু এই সুযোগটা করে দিলেন প্রথমবার । আমি কৃতজ্ঞ ওঁর কাছে ।"

আরও পড়ুন:জন্মদিনে ফ্যানেদের 'পাঠান'-এর টিজার উপহার কিং খানের

অন্যদিকে পরিচালক অনিমেষ বসুও জানান যে তিনি এই ছবির পরিকল্পনা করার পর থেকেই এই দুজনকে বেছে রেখেছিলেন জুটি হিসেবে। আর সেটা বাস্তবায়িত করতে পেরে তিনি ভীষণ খুশি । থ্রিলারধর্মী এই ছবিতে রয়েছে প্রেম, রোমান্স এবং ত্রিকোণ প্রেমের ছোঁয়া । সুদীপ্তা এবং জয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, সম্পূর্ণা লাহিড়ী-সহ আরও অনেকে । পুরুলিয়ায় প্রচণ্ড গরমে শুটিং হয়েছে ছবির ।

ABOUT THE AUTHOR

...view details