কলকাতা, 2 নভেম্বর: 11 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'তৃতীয়'। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং জয় সেনগুপ্ত । দু'জনেই বিনোদন দুনিয়ার খুব চেনা মুখ । জয় সেনগুপ্ত মুম্বইতে বেশি কাজ করলেও বাংলায় কম কাজ করেননি । সুদীপ্তা এবং জয় দু'জনেই থিয়েটার কর্মী । একে অপরের গুণমুগ্ধ তাঁরা । তবে এত বছরের ফিল্মি কেরিয়ারে একসঙ্গে কাজ করা হয়নি দু'জনের ৷ অনিমেষ বসুর দৌলতে এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন তাঁরা(Sudipta Joy Share Their Experience Working Together ) ।
11 নভেম্বর সেই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে । ফিল্মি কেরিয়ারে এত বছরের জার্নিতে এতদিন একে অপরের সঙ্গে কাজ করার সুযোগ পাননি বলে আক্ষেপের সুর শোনা গেল দু'জনের কণ্ঠেই । জয় বলেন, "সুদীপ্তার সঙ্গে এই প্রথম কাজ আমার । যেটা আরও আগে হওয়া উচিত ছিল । এতদিন ধরে কাজ করছি দু'জনে । অথচ একসঙ্গে কাজ করিনি, এটা একদমই উচিত হয়নি । দু'জনের কাজের ধারা অনেকটা এক । দু'জনেই ভিন্নধর্মী কাজ করি, দু'জনেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসা, দুজনেই আর্ট ফিল্ম করি । সুতরাং আগে কাজ হওয়াটা কাম্য ছিল । যাইহোক, এই ছবিতে দু'জনের খুব বেশি স্ক্রিন শেয়ারিং না থাকলেও চরিত্রদুটো দারুণ । ভালো অভিনেতার সঙ্গে কাজ করলে নিজেও সমৃদ্ধ হওয়া যায়। সুদীপ্তা তেমনই একজন ( Joy Sengupta on Sudipta Chakraborty)।"