কলকাতা, 4 অক্টোবর:বেশ অনেকদিন পর বাংলা টেলিভিশনের পর্দায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty New Show)। তাঁকে শেষ ছোটপর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল 'বিন্নি ধানের খই' ধারাবাহিকে কুর্চির চরিত্রে । আবার রিয়েলিটি শো 'বিগ বস বাংলা'-তেও দেখা গিয়েছিল সুদীপ্তাকে ৷ তারপর অবশ্য় বেশ কিছুদিন বিরতি নেন তিনি ৷ এরপর এক চ্যানেলের অরিজিনাল ছবিতে তাঁর দেখা মিললেও ধারাবাহিকভাবে তাঁর দেখা মেলেনি টিভির পর্দায় । তবে এবার এক দুরন্ত কামব্যাক করতে চলেছেন তিনি ৷ আরও একবার ছোটপর্দায় মন ভরাতে আসছেন তিনি (Sudipta Chakraborty will host Rannaghorer Goppo )।
তবে ধারাবাহিকের কোনও চরিত্র হিসাবে নয় (Sudipta Chakraborty), এক বাংলা বিনোদন চ্যানেলে রান্নার শো'য়ে সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে তাঁকে (New Show Rannaghorer Goppo)। আসছে নতুন রান্নার শো 'রান্নাঘরের গপ্পো'(Rannaghorer Goppo)। হারিয়ে যাওয়া সব পদের হদিশ দেবে এই শো । সময়ের অভাবে আগেকার অনেক খাবারই আজ আর রেঁধে-বেড়ে খাওয়া হয় না । দিদিমা-ঠাকুমার হাতের অনেক রান্নাই আজ বিলুপ্তির পথে । এমনকী সাবেকি বাসনকোসনও আজ আর ব্যবহার করা হয় না । অনেক মশলাপাতিও এখন অতীত। সেই সবই ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা এবার টিভির পর্দায় (Sudipta Chakraborty New Show Rannaghorer Goppo)।