পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rannaghorer Goppo: বাংলা টেলিভিশনে এবার 'রান্নাঘরের গপ্পো' - Sudipta Chakraborty New Show Rannaghorer Goppo

বাংলা বিনোদন চ্যানেলের রান্নার শো-তে সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে ৷ ছোটপর্দায় আসছে নতুন রান্নার শো 'রান্নাঘরের গপ্পো'(Rannaghorer Goppo)।

Rannaghorer Goppo
বাংলা টেলিভিশনে এবার 'রান্নাঘরের গপ্পো'

By

Published : Oct 4, 2022, 12:16 PM IST

কলকাতা, 4 অক্টোবর:বেশ অনেকদিন পর বাংলা টেলিভিশনের পর্দায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty New Show)। তাঁকে শেষ ছোটপর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল 'বিন্নি ধানের খই' ধারাবাহিকে কুর্চির চরিত্রে । আবার রিয়েলিটি শো 'বিগ বস বাংলা'-তেও দেখা গিয়েছিল সুদীপ্তাকে ৷ তারপর অবশ্য় বেশ কিছুদিন বিরতি নেন তিনি ৷ এরপর এক চ্যানেলের অরিজিনাল ছবিতে তাঁর দেখা মিললেও ধারাবাহিকভাবে তাঁর দেখা মেলেনি টিভির পর্দায় । তবে এবার এক দুরন্ত কামব্যাক করতে চলেছেন তিনি ৷ আরও একবার ছোটপর্দায় মন ভরাতে আসছেন তিনি (Sudipta Chakraborty will host Rannaghorer Goppo )।

তবে ধারাবাহিকের কোনও চরিত্র হিসাবে নয় (Sudipta Chakraborty), এক বাংলা বিনোদন চ্যানেলে রান্নার শো'য়ে সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে তাঁকে (New Show Rannaghorer Goppo)। আসছে নতুন রান্নার শো 'রান্নাঘরের গপ্পো'(Rannaghorer Goppo)। হারিয়ে যাওয়া সব পদের হদিশ দেবে এই শো । সময়ের অভাবে আগেকার অনেক খাবারই আজ আর রেঁধে-বেড়ে খাওয়া হয় না । দিদিমা-ঠাকুমার হাতের অনেক রান্নাই আজ বিলুপ্তির পথে । এমনকী সাবেকি বাসনকোসনও আজ আর ব্যবহার করা হয় না । অনেক মশলাপাতিও এখন অতীত। সেই সবই ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা এবার টিভির পর্দায় (Sudipta Chakraborty New Show Rannaghorer Goppo)।

বাংলা বিনোদন চ্যানেলের রান্নার শো-তে সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে

আরও পড়ুন:লজ্জাজনক ! কমলেশ্বরকে আটক করায় নিন্দার ঝড় টলিপাড়ায়

সহজ কিছু রান্না ফিরে আসবে ঘরোয়া মশলাপাতি সহযোগেই । যেগুলো স্বাদে, গন্ধে টেক্কা দিতে পারে নামী দামী রেস্তোরাঁর কুইজিনগুলিকেও । প্রায় প্রতিটি চ্য়ানেলেই যেমন ধারাবাহিকের সম্প্রচার হয় তেমনই একটি করে রান্নার শোও থাকে ৷ এই ধরনের অনুষ্ঠান তাই মোটেই নতুন নয় ৷ তবে এবার কুকিং শোয়ে সঞ্চালিকা হিসাবে নিজেকে কতখানি প্রমাণ করতে পারেন সুদীপ্তা সেটাই দেখার ৷ আগামী 17 অক্টোবর থেকে সম্প্রচারিত হবে এই অনু্ষ্ঠান।

ABOUT THE AUTHOR

...view details