পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Subhrajit Mitra New Film: 'রণে, বনে, জলে, জঙ্গলে...' দেবী চৌধুরানীর শুটিং নিয়ে নতুন খবর দিলেন শুভ্রজিৎ - Subhrajit Mitra New Film Devi Chowdhurani

চলছে শেষ পর্বের শুটিংয়ের রেকি ৷ এমনই আবহে 'দেবী চৌধুরানী' ছবি নিয়ে বড় খবর দিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷

Subhrajit Mitra New Film
শেষ পর্বের শুটিংয়ের রেকি সারছেন শুভ্রজিৎ

By

Published : Aug 2, 2023, 10:37 AM IST

Updated : Aug 2, 2023, 12:26 PM IST

কলকাতা, 2 অগস্ট:শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক ইতিহাসের পাতাকে কীভাবে রূপোলি পর্দা তুলে আনবেন সেটাই দেখার ৷ ছবির স্টারকাস্টও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ৷ দেবী চৌধুরানীর চরিত্রে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর ভবানী পাঠকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ থাকছেন অর্জুন চক্রবর্তীও ৷ ছবির কাজও শুরু হয়েছে ৷ বুধবার তাঁর ছবির শেষ পর্বের শুটিংয়ের আগে রেকি নিয়ে খবর দিলেন পরিচালক শুভ্রজিৎ ৷

কয়েকদিন ধরেই রেকির বিভিন্ন ছবি শেয়ার করছেন তরুণ পরিচালক ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের জঙ্গলেও ৷ সেই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, "অদম্য প্রান্তর... ঝাড়খণ্ডের এই জঙ্গলের বেশিরভাগ এলাকাই গোখরো সাপ এবং অন্যান্য বিষাক্ত পোকামাকড়ে ভর্তি ৷ এই সমস্ত জায়গায় রেকি করা ভীষণ কঠিন ৷" 24 ঘণ্টা তাঁদের সঙ্গে চিকিৎসকের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছিলেন পরিচালক ৷ আজও তাঁর রেকির কিছু ঝলক শেয়ার করলেন তিনি ৷

আর সেখানে তাঁকে দেখা গেল বিশাল এক নদীর পাশে ৷ নদীর উল্টোদিকেই রয়েছে পাহাড় ৷ ময়ুরাক্ষী নদীর তীরে তরী ভিড়িয়েছেন শুভ্রজিৎ খবর কিন্তু তেমনটাই ৷ তবে অনুরাগীদের জন্য পরিচালক লেখেন,"রণে, বনে, জলে, জঙ্গলে... দেবী চৌধুরানীর চুড়ান্ত পর্বের শুটিংয়ের জন্য রেকি চলছে ৷ জয় ভৈরবী ৷"

আরও পড়ুন:ছুটির মেজাজে সিড কিয়ারা, ভাইরাল ভিডিয়ো

এই ছবি তৈরি হতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'দেবী চৌধুরানী' উপন্যাসের উপর ভিত্তি করে ৷ সাধারণ গৃহবধূ প্রফুল্ল কীভাবে হয়ে উঠবে দস্যুরানি 'দেবী চৌধুরানী' সেটাই দেখা যাবে ছবিতে ৷ বাংলার এই 'ব্যান্ডেট ক্যুইন' শুধুই দস্যু নন ৷ তিনি নিজেকে নিয়োজিত করেন দেশ এবং দশের সেবায় ৷ গড়ে তোলেন এক অন্য ধরনের বিপ্লব ৷ 1776 সালের সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কাহিনিকেই তুলে ধরবে এই ছবিটি ৷

Last Updated : Aug 2, 2023, 12:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details