পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Subhrajit Devi Chowdhurani: প্রাচীন লিপি থেকে ভারতীয় মার্শাল আর্টের ধারাকে 'দেবী চৌধুরানী' ছবিতে তুলে আনবেন শুভ্রজিৎ - Subhrajit Devi Chowdhurani

পরিচালক শুভ্রজিৎ মৈত্রর 'দেবী চৌধুরানী: দ্য ব্যান্ডেট ক্যুুইন অফ বেঙ্গল' ছবিতে ফিরিয়ে আনা হবে প্রাচীন ভারতের মার্শাল আর্টকে ৷ নিজেই জানালেন পরিচালক ৷

Subhrajit Devi Chowdhurani
দেবী চৌধুরানীতে ভারতীয় মার্শাল আর্টের ব্যবহার

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 12:42 PM IST

কলকাতা, 23 অগস্ট:পরিচালক শুভ্রজিৎ মৈত্র আগেই জানিয়েছিলেন জবরদস্ত অ্যাকশন সিকোয়েন্স থাকছে তাঁর 'দেবী চৌধুরানী: দ্য ব্যান্ডেট ক্যুুইন অফ বেঙ্গল' ছবিতে ৷ তিনি একেবারে নতুনভাবে দেখতে চলেছেন বঙ্কিমের এই উপন্যাসকে ৷ সেই কারণেই ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলির জন্য় ভিকি কৌশলের বাবা স্যাম কৌশলকে উড়িয়ে নিয়ে এসেছিলেন পরিচালক ৷ এবার তিনি জানালেন অভিনেতাদের এই ছবির জন্য 'ধনুর্বেদ সমহিতা'র মতো প্রাচীন লিপির আশ্রয় নিতে হবে ৷ শিখতে হবে বিভিন্ন অস্ত্রশস্ত্রের ব্যবহার ৷ তার জন্য় প্রাজ্ঞ দত্তের মতো বিশিষ্ট অধ্যাপককেও দলে টেনেছেন পরিচালক ৷ শুভ্রজিতের সঙ্গে কাজ করতে পেরে খুশি তিনিও ৷

শুভ্রজিৎ সম্প্রতি প্রাজ্ঞর সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টায় শেয়ার করেছেন ৷ ছবিতে দেখা যায় একটি সোফায় বসে রয়েছেন পরিচালক ৷ আর তাঁর সামনে টেবিলে সাজানো রয়েছে তরবারি, ছুড়ি, ভোজালি-সহ আরও অনেক নাম না জানা অস্ত্র ৷ অস্ত্র হাতে নিয়ে রণসাজ কেমন হবে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন শুভ্রজিৎ ৷

সঙ্গে তিনি লেখেন, "দেবী চৌধুরানী ছবির জন্য 'ধনুর্বেদ সমহিতা'র সাহায্য নেওয়া হবে ৷ যাকে ভারতের প্রাচীন মার্শাল আর্টের দলিল বলা যায় ৷ একইসঙ্গে থাকছে ভারতের নিজস্ব মার্শাল আর্ট টেকনিক রায়বেশে ৷ আসল কথাটা হল, আমরা এসেছি যোদ্ধাদের ভূমি থেকে ৷ যাকে অবদমিত করে রেখেছিল ঔপনিবেশিক শাসকরা ৷ আমরা তাকে আবার ফিরিয়ে আনব ৷ গবেষণা ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন গৌর প্রাজ্ঞ দত্ত ৷"

আরও পড়ুন:অক্ষরে অক্ষরে ফলে গেল বন্ধুদের কথা, ঘুমর দেখে সায়ামির স্বপ্ন সত্যি করলেন সচিন

প্রাজ্ঞও ভীষণ খুশি পরিচালকের হাত ধরতে পেরে ৷ তিনিও এদিন জানান, শুভ্রজিৎ মিত্রের এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত ৷ ছবিতে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ৷ আর সেই প্রফুল্ল বা দেবী চৌধুরানীর শিক্ষক হতে চলেছেন ভবাণী পাঠক ৷ এই চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সঙ্গে থাকবেন অর্জুন চক্রবর্তীর মতো অভিনেতারাও ৷ সব মিলিয়ে অনুরাগীরা এখন অপেক্ষা করে রয়েছেন এই ছবির জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details