কলকাতা, 11 সেপ্টেম্বর: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রীশুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এও জানা গিয়েছে 'দশম অবতার' ছবির জন্য় সৃজিত মুখোপাধ্যায় না কি তাঁঁকেই প্রথম বেছে নিয়েছিলেন ৷ কিন্তু মা হতে চলেছেন বলেই সেই প্রস্তাবে রাজি হননি অভিনেত্রী ৷ এখন সেই চরিত্রটিতে অভিনয় করছেন জয়া আহসান ৷ যাই হোক আপাতত গর্ভাবস্থায় নিজেকে সম্পূর্ণ সুস্থ, শান্ত এবং সতেজ রাখার দিকেই মন দিয়েছেন নায়িকা ৷ সোমবার তাঁর জিম ট্রেনিংয়ের একটি ভিডিয়োও শেয়ার করেছেন শুভশ্রী ৷
এদিন তাঁর ট্রেনিংয়ের ভিডিয়োটি শেয়ার করে নায়িকা লিখেছেন, "আপনার গায়নোকোলজিস্ট যদি অনুমতি দেন তাহলে গর্ভাবস্থা চলাকালীন প্রতিদিন একটু করে এক্সারসাইজ করুন ৷ শারীরিক কসরৎ আপনাকে শান্ত, পজেটিভ ও সতেজ থাকতে সাহায্য করে ৷" ভিডিয়োতে দেখা যায়, চেস্ট প্রেস মেশিনে ঘাম ঝড়াচ্ছেন অভিনেত্রী ৷ তাঁর পরনে এদিন ছিল কালো টি শার্ট আর মানানসই স্পোর্টস ট্রাউজার ৷ বেবিবাম্পেরও স্পষ্ট আভাস দেখা গেল এই ভিডিয়োতে ৷