পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Subhashree New Video: গর্ভাবস্থায় মন শান্ত ও শরীর সতেজ রাখতে জিমেই ভরসা শুভশ্রীর - Subhashree Ganguly

Subhashree New Exercise Video: খুব তাড়াতাড়ি দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী ৷ এর মাঝে নিজেকে শান্ত ও সতেজ রাখতে জিমেই মন দিলেন নায়িকা ৷ তিনি জানালেন, চিকিৎসক যদি অনুমতি দেন তাহলে সকলেরই এই সময়ে একটু করে জিম করা উচিত ৷

Pic Subhashree Ganguly Instagram
জিমকেই বেছে নিলেন শুভশ্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 11:49 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রীশুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এও জানা গিয়েছে 'দশম অবতার' ছবির জন্য় সৃজিত মুখোপাধ্যায় না কি তাঁঁকেই প্রথম বেছে নিয়েছিলেন ৷ কিন্তু মা হতে চলেছেন বলেই সেই প্রস্তাবে রাজি হননি অভিনেত্রী ৷ এখন সেই চরিত্রটিতে অভিনয় করছেন জয়া আহসান ৷ যাই হোক আপাতত গর্ভাবস্থায় নিজেকে সম্পূর্ণ সুস্থ, শান্ত এবং সতেজ রাখার দিকেই মন দিয়েছেন নায়িকা ৷ সোমবার তাঁর জিম ট্রেনিংয়ের একটি ভিডিয়োও শেয়ার করেছেন শুভশ্রী ৷

এদিন তাঁর ট্রেনিংয়ের ভিডিয়োটি শেয়ার করে নায়িকা লিখেছেন, "আপনার গায়নোকোলজিস্ট যদি অনুমতি দেন তাহলে গর্ভাবস্থা চলাকালীন প্রতিদিন একটু করে এক্সারসাইজ করুন ৷ শারীরিক কসরৎ আপনাকে শান্ত, পজেটিভ ও সতেজ থাকতে সাহায্য করে ৷" ভিডিয়োতে দেখা যায়, চেস্ট প্রেস মেশিনে ঘাম ঝড়াচ্ছেন অভিনেত্রী ৷ তাঁর পরনে এদিন ছিল কালো টি শার্ট আর মানানসই স্পোর্টস ট্রাউজার ৷ বেবিবাম্পেরও স্পষ্ট আভাস দেখা গেল এই ভিডিয়োতে ৷

শুভশ্রীর এক্সারসাইজের ঝলক

গত জুন মাসে শুভশ্রী জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি ৷ মাঝখানে ইউভানকে নিয়ে একটি ছবি পোস্ট করে রাজ-শুভশ্রী লিখেছিলেন, "ইউভান এবার বড় দাদা হতে চলেছে ৷" প্রসঙ্গত, 2018 সালে পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর গলায় মালা দেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা ৷ এরপর 2020 সালে তাঁদের কোল আলো করে আসে ইউভান ৷

আরও পড়ুন:রামের পর শিবের চরিত্রে প্রভাস ,মুখ্য ভূমিকায় কৃতির বোন নূপূর শ্যানন !

এরই মাঝে কিছুদিনের ছুটি আবার কাজে ফিরেছিলেন অভিনেত্রী ৷ পরপর প্রশংসা কুড়িয়েছিল তাঁর বেশকিছু কাজ ৷ তার মধ্যে যেমন রয়েছে রাজ চক্রবর্তীর তৈরি 'ধর্মযুদ্ধ' তেমনই রয়েছে 'বিসমিল্লাহ'-এর মতো ছবিও ৷ এরই মাঝে তিনি পা রেখেছেন ওটিটিতেও ৷ 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে তাঁর কাজ যথেষ্ট নজর কেড়েছে সমালোচকদের ৷ এখন অবশ্য় কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে ছুটিতেই রয়েছেন নায়িকা ৷

ABOUT THE AUTHOR

...view details