হায়দরাবাদ, 16 নভেম্বর: আর মাত্র একটা মাসের অপেক্ষা ৷ তারপরেই রাজ-শুভশ্রীর জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ খেলার সঙ্গী পেতে চলেছে ছোট্ট ইউভানও ৷ তার আগে সাধ খেলেন অন্তঃসত্ত্বা শুভশ্রীর ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বিশেষ দিনের বিশেষ মুহূর্ত ৷ অঙ্কুশ থেকে মৌনি রায়, জানালেন অনেক আদর-ভালোবাসা ৷
জুন মাসেই সোশাল মিডিয়ায় রাজ-শুভশ্রী জানিয়েছিলেন যে ইউভান দাদা হতে চলেছে ৷ দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বয়ে গিয়েছিল শুভেচ্ছার বন্যা ৷ এবার নিজের নয়মাসের সাধের ছবি শেয়ার করলেন অভিনেত্রী ৷ এদিন শুভশ্রী সোশাল মিডিয়ায় লেখেন, "এত্ত আদর ! ধন্যবাদ আমাকে এত স্পেশাল অনুভব করানোর জন্য ৷"
রাজপত্নীকে এদিন দেখা গিয়েছে ট্র্যাডিশনাল সাজে ৷ সাদা ঢাকাই শাড়ি, লাল রঙের স্লিভলেস ব্লাউজ ৷ গয়নার সাজও ছিল সাদামাটা ৷ কপালে ছোট্ট লাল টিপ ৷ হাতে শাখা-পলা, সিঁথিতে চওড়া সিঁদুর ৷ ছবিতে দেখা গিয়েছে, কখনও তাঁকে বরণ করা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে আবার কোনওটায় দেখা গিয়েছে, ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করতে ৷
আবার কোনও ছবিতে কোলে আচল পেতে ফল নিতে দেখা গিয়েছে শুভশ্রীকে ৷ শুধু তাই নয়, বিশেষ এই দিনে পিতলের থালা-বাটিতে করে সাজিয়ে দেওয়া হয়েছিল হবু মায়ের বিশেষ বিশেষ পছন্দের পদও ৷ ভাত-পোলাও, পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে মাছের মাথা, লুচি, পায়েস সবরকম পদ রাখা হয়েছিল 'ইন্দুবালা ভাতের হোটেল' কর্ত্রীর জন্য ৷ শুভশ্রীর এই সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷