পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হতে চলেছেন, পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধপূরণ শুভশ্রীর - সাধ

Subhashree 9 Months Pregnant: দ্বিতীয়বার সাধভক্ষণ নয়মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রীর ৷ ট্র্যাডিশনাল সাজে রাজপত্নীকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷ জানালেন আদর ও শুভেচ্ছা ৷

Subhashree Ganguly
শুভশ্রীর সাধভক্ষণ

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 6:05 PM IST

Updated : Nov 16, 2023, 7:32 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: আর মাত্র একটা মাসের অপেক্ষা ৷ তারপরেই রাজ-শুভশ্রীর জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ খেলার সঙ্গী পেতে চলেছে ছোট্ট ইউভানও ৷ তার আগে সাধ খেলেন অন্তঃসত্ত্বা শুভশ্রীর ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বিশেষ দিনের বিশেষ মুহূর্ত ৷ অঙ্কুশ থেকে মৌনি রায়, জানালেন অনেক আদর-ভালোবাসা ৷

জুন মাসেই সোশাল মিডিয়ায় রাজ-শুভশ্রী জানিয়েছিলেন যে ইউভান দাদা হতে চলেছে ৷ দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বয়ে গিয়েছিল শুভেচ্ছার বন্যা ৷ এবার নিজের নয়মাসের সাধের ছবি শেয়ার করলেন অভিনেত্রী ৷ এদিন শুভশ্রী সোশাল মিডিয়ায় লেখেন, "এত্ত আদর ! ধন্যবাদ আমাকে এত স্পেশাল অনুভব করানোর জন্য ৷"

রাজপত্নীকে এদিন দেখা গিয়েছে ট্র্যাডিশনাল সাজে ৷ সাদা ঢাকাই শাড়ি, লাল রঙের স্লিভলেস ব্লাউজ ৷ গয়নার সাজও ছিল সাদামাটা ৷ কপালে ছোট্ট লাল টিপ ৷ হাতে শাখা-পলা, সিঁথিতে চওড়া সিঁদুর ৷ ছবিতে দেখা গিয়েছে, কখনও তাঁকে বরণ করা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে আবার কোনওটায় দেখা গিয়েছে, ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করতে ৷

আবার কোনও ছবিতে কোলে আচল পেতে ফল নিতে দেখা গিয়েছে শুভশ্রীকে ৷ শুধু তাই নয়, বিশেষ এই দিনে পিতলের থালা-বাটিতে করে সাজিয়ে দেওয়া হয়েছিল হবু মায়ের বিশেষ বিশেষ পছন্দের পদও ৷ ভাত-পোলাও, পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে মাছের মাথা, লুচি, পায়েস সবরকম পদ রাখা হয়েছিল 'ইন্দুবালা ভাতের হোটেল' কর্ত্রীর জন্য ৷ শুভশ্রীর এই সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷

প্রসঙ্গত, 2020 সালের 12 সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর কোল আলো করে জন্ম নিয়েছিল ইউভান ৷ দেখতে দেখতে সে পার করেছে তিন বছর ৷ কিছুদিন আগেই ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন তাঁরা ৷ পাশাপাশি, ইউভানের জন্মের সময় অতিমারির কারণে ঘরবন্দি কেটেছিল শুভশ্রীর ৷ কিন্তু এখন অন্তঃসত্ত্বা অবস্থাতেই চুটিয়ে কাজ করছেন তিনি ৷ তাঁকে দেখা গিয়েছে ডান্স বাংলা ডান্স-এর বিচারকের আসনে ৷ আপাতত, রাজ-ইউভানকে নিয়ে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় দিন গুনছেন শুভশ্রী ৷

আরও পড়ুন:

1.বক্স অফিসে শাহরুখ-প্রভাসের সঙ্গে লড়াই থেকে পিছু হটল 'মেরি ক্রিসমাস', ঘোষিত নতুন তারিখ

2.দিওয়ালিতে মোদির ভোকাল ফর লোকাল টনিকে মাত চিনা বাজার, দাবি বলিউড কুইন কঙ্গনার

3.রং-তুলি-ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার

Last Updated : Nov 16, 2023, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details