পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Indubala Bhater Hotel New Poster: 'সে আসছে', ইন্দুবালার ছবি শেয়ার করে লিখলেন শুভশ্রী - Indubala Bhater Hotel New Poster

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এখন রীতিমতো চর্চায় রয়েছেন তাঁর আসন্ন ওটিটি প্রজেক্ট 'ইন্দুবালা ভাতের হোটেল' নিয়ে ৷ দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই প্রজেক্টের হাত ধরে ওটিটি অভিষেক হতে চলেছে নায়িকার ৷ এবার সামনে এল ওয়েব সিরিজের আরও একটি নতুন পোস্টার ( Indubala Bhater Hotel Poster Out)৷

Indubala Bhater Hotel New Poster
'সে আসছে', ইন্দুবালার ছবি শেয়ার করে লিখলেন শুভশ্রী

By

Published : Dec 7, 2022, 10:04 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এখন রীতিমতো চর্চায় রয়েছেন তাঁর আসন্ন ওটিটি প্রজেক্ট 'ইন্দুবালা ভাতের হোটেল' নিয়ে ৷ দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই প্রজেক্টের হাত ধরে ওটিটি অভিষেক হতে চলেছে নায়িকার ৷ দেশভাগের পটভূমিকায় লেখা কল্লোল লাহিড়ীর বিখ্যাত উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' ৷ তার উপর নির্ভর করেই তৈরি এই প্রজেক্ট ৷ ছবিতে কিশোরী বয়স থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত শুভশ্রীর যাত্রাটিকে তুলে ধরা হবে ৷ এর আগেই শুভশ্রীর প্রথম লুক রীতিমতো চর্চার কারণ হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ এবার সামনে এল তাঁর আরও একটি নতুন পোস্টার ( Indubala Bhater Hotel Poster Out)৷

'ইন্দুবালা ভাতের হোটেল'-এ এক অশীতিপর বৃদ্ধার চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে(Subhashree New Project Indubala Bhater hotel) ৷ এই ছবিতেও দেখা গিয়েছে তাঁর সেই নতুন লুক ৷ লাস্য়ময়ী নায়িকাকে এই রূপে মুগ্ধ নেটনাগরিকরা ৷ এর আগে প্রথমবার যখন তাঁর এই রূপ সামনে এসেছিল তা দেখে চমকে উঠেছিলেন অভিনেতা গৌরবও ৷ নেটপাড়ায় এই নিয়ে পোস্টও করেছিলেন তিনি ৷ শুভশ্রী বুধবার ফের শেয়ার করেছেন তাঁর এই নতুন কাজের আরও একটি পোস্টার (Indubala Bhater Hotel New Poster)৷

আরও পড়ুন:ভক্তদের হাপিত্যেশ আরও বাড়িয়ে সামনে এল 'পাঠান' এর নতুন পোস্টার

ছবির ক্য়াপশনে তিনি লেখেন, "সে আসছে" ৷ আগামী দিনে হইচই-তে শোরগোল ফেলতে আসছে 'ইন্দুবালা ভাতের হোটেল'৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ ৷ এখন বলিউড এবং টলিউডের প্রায় সমস্ত তারকারাই চাইছেন বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের সাম্রাজ্য গড়ে তুলতে ৷ ইতিমধ্য়েই আলিয়া ভাট, অক্ষয় কুমাররা ওটিটিতে পা রেখেছেন আগামীতে করিনা কাপুরকেও দেখা যাবে ছোট স্ক্রিনে ৷

আর অন্যদিকে বাংলাতেও ছোট স্ক্রিনে পা রেখেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়, ঋদ্ধি সেন, অনির্বান ভট্টাচার্যদের মতো তারকারা ৷ এবার পালা রাজ-পত্নীর ৷ তাঁর লুক দিয়ে তিনি যে ইতিমধ্য়েই দর্শকদের মন জিতে নিয়েছেন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এবার পালা চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার ৷ সেটা ঠিকমতো করতে কতখানি সক্ষম হবেন এই তারকা তা বোঝা যাবে সময় এলেই ৷

ABOUT THE AUTHOR

...view details