কলকাতা, 27 জুন: রাজ-শুভশ্রীর জীবনে ফের নয়া সদস্য আসছে ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ আর ঘোষণার পর মৌনি রয়, শ্রাবন্তী থেকে শুরু করে দেবলীনা কুমার, নুসরত, রফিয়াথ রশিদ মিথিলা, দর্শনা বণিক; পর্দার ইন্দুবালাকে শুভেচ্ছা জানালেন সকলেই ৷
2020 সালের সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর জীবনে কোল আলো করে এসেছিল ইউভান ৷ এতদিন সেই ছিল বাড়ির খুদে ৷ এবার সে এখন দাদা হতে চলেছে ৷ সেই খবরও রাজ-শুভশ্রী জানালেন অন্যরকম স্টাইলে ৷ মঙ্গলবার সন্ধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা গিয়েছে রাজ ও শুভশ্রী-র হাত ধরে লাফাচ্ছে ছোট্ট ইউভান ৷ পরনে সাদা গেঞ্জি, নীল হাফ প্যান্ট ৷ তবে চমক রয়েছে গেঞ্জির প্রিন্টে ৷ উচ্ছ্বসিত ইউভানের গেঞ্জিতে লেখা 'বিগ ব্রাদার' ৷
ছবির পোস্টে লেখা "ইউভান এবার বড় দাদা হয়ে গেল" ৷ খবর সামনে আসতেই কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা বার্তায় ৷ অভিনেত্রী মৌনি রয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "অপেক্ষা করতে পারছি না ৷ নতুন খুদে অতিথি ও ইউভানের সঙ্গে খেলা করতে চাই ৷" শ্রাবন্তী লিখেছেন, "অভিনন্দন ৷ খুব খুশি হয়েছি ৷" নুসরত লিখেছেন, "পুরো পরিবারকে অনেক শুভেচ্ছা ৷"