পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পৃথিবীতে স্বাগত 'ইয়ালিনি', ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন রাজ-শুভশ্রী - ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন রাজ শুভশ্রী

Raj-Subhashree Daughter: বিকেলেই চক্রবর্তী পরিবারে এসেছে নয়া সদস্য ৷ তার খানিক পরেই মেয়ের নামও জানিয়ে দিলেন মা শুভশ্রী ৷ ছেলে ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন রাজ-শুভশ্রী ৷ সোশালে লিখলেন, "পৃথিবীতে স্বাগত 'ইয়ালিনি' চক্রবর্তী ৷"

ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন রাজ-শুভশ্রী
Raj Subhashree Daughter

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:41 PM IST

Updated : Nov 30, 2023, 9:29 PM IST

কলকাতা, 30 নভেম্বর:বৃহস্পতিবার বিকেলে রাজ-শুভশ্রীর কোল আলে করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান ৷ 2020 অতিমারির মধ্যেই ইউভান এসেছিল টলি দম্পতির জীবনে ৷ তিনবছর এল কন্যাসন্তান ৷ চক্রবর্তী পরিবারে লক্ষ্মী আসতেই মেয়ের নামও জানিয়ে দিলেন মা ৷ সোশাল মিডিয়ায় শুভশ্রী লিখলেন, "পৃথিবীতে স্বাগত 'ইয়ালিনি' চক্রবর্তী ৷" নাম দেখে বোঝা যাচ্ছে দাদা ইউভানের সঙ্গে মিলিয়ে বোনের নাম রাখলেন 'ইয়ালিনি' ৷ গত জুন মাসে সোশালে পরিবারে যে নতুন সদস্য আসছেন তার খবর জানিয়েছিলেন এই সেলেব যুগল ৷ আর বছরের প্রায় শেষে এল সেই খুশির খবর ৷ সূত্রের খবর, মা ও মেয়ে দু'জনেই সুস্থ রয়েছে ৷

গত জুন মাসে ইউভানের উচ্ছ্বাসে ভরা একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, "বড় দাদা হিসেবে ইউভানের প্রমোশন হয়ে গেল।" তারকা দম্পতির এই পোস্টেই খুশির জোয়ার আসে অনুরাগী মহলে। টলিউডের তারকারাও জানান শুভেচ্ছা। এবার শুভেচ্ছার বন্যা নতুন সদস্যের আগমনে। এদিন মেয়ে হওয়ার আনন্দে এক্স (টুইট) হ্যান্ডেলে রাজ লেখেন, "আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আর্শিবাদে ভরিয়ে দিন।"

"তার খানিক পরেই শুভশ্রী সোশালে মেয়ের নাম জানান ৷ তিনি এক্স (টুইট) হ্যান্ডেলে একটি বেবি পিঙ্ক রংয়ের শুভেচ্ছা কার্ড শেয়ার করেন ৷ কার্ডে লেখা, "ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়ে আশির্বাদ করেছেন ৷" নীচে লেখা, "পৃথিবীতে স্বাগত 'ইয়ালিনি' চক্রবর্তী ৷" এই লেখাটিই ওই কার্ডের ক্যাপশানে লিখে রাজ চক্রবর্তীকে ট্যাগ করেছেন ৷ বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভরতি করা হয়েছিল রাজপত্নীকে ৷ রাজের শেয়ার করা ছবিতে মাথায় জোড়া বিনুনি আর ছোট্ট ফ্রকে দেখা গিয়েছিল শুভশ্রীকে ৷ বিকেল গড়াতে না-গড়াতেই এল খুশির খবর ৷

আরও পড়ুন:

  1. খেলার সঙ্গী পেল ইউভান, বৃহস্পতিতে রাজ-শুভশ্রীর ঘরে এল নতুন অতিথি
  2. 'ছানার অপেক্ষায় রইলাম'; রাজ-শুভশ্রীর নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায়, তবে কী আসছে খুশির খবর ?
  3. 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী
Last Updated : Nov 30, 2023, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details