কলকাতা, 22 জুলাই:কবি শ্রীজাতর গান লেখার হাত যে ঠিক কতটা সুন্দর তার প্রমাণ বাংলা আগেই পেয়েছে ৷ 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন'-ই হোক বা 'এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম, সেলাম সেলাম..'৷ আর তার সঙ্গে যদি যুক্ত হয় শুভমিতার কণ্ঠ তাহলে তো সোনায় সোহাগা ৷ কবি মির্জা গালিব সাহেবের রচনার পুনর্নির্মাণ করে 'গালিবনামা' নিয়ে আগেই হাজির হয়েছে আশা অডিয়ো (Asha audio released Ghalibnama 2) । সেখানে গানগুলির পুনর্নির্মাণ করেছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ বেশ সাড়া ফেলেছিল সেই অডিয়ো ৷ এবার হাজির 'গালিবনামা 2'।
শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রকাশ্যে এসেছে চারটি গানের একটি অ্যালবাম ৷ নাম 'গালিবনামা টু'। গানগুলির পুনর্নির্মাণ এবং সুর করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর সঙ্গীতায়োজনে রয়েছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় । 'চাওয়ার না', 'তোমার চৌকাঠে কায়েম', 'কান্না আমায়', 'উচিত ছিল' গানগুলি শুভমিতার কণ্ঠে অত্যন্ত সাবলীল শুনিয়েছে । প্রসঙ্গত, বর্তমানে কোভিডে আক্রান্ত শিল্পী শুভমিতা । এর মাঝেই হাজির হল তাঁর এই নতুন গানগুলি ।