মুম্বই, 15 মে:তিনি অমিতাভ বচ্চন । তিনি ভারতীয় সিনে দুনিয়ার সবচেয়ে বড় তারকা। আবেগ-অনুভূতির প্রকাশে তাঁর জুড়ি মেলা শুধু কঠিন নয় অসম্ভবও বটে। কিন্তু সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে তাঁর চরিত্রের কয়েকটি বিশেষ দিক উঠে আসে বারবার। হাসিখুশি, প্রাণবন্ত এবং চিকন মেজাজের শাহেনশাকেই দেখতে অভ্যস্ত নেট বিশ্ব। কয়েকদিন আগে টুইটারের কর্ণধার ইলন মাস্ককে নিয়ে করা তাঁর ব্যঙ্গাত্মক পোস্ট রীতিমতো শোরগোল ফেলেছিল ৷ তবে তাঁর নতুন পোস্টটিও একইভাবে সাড়া জাগালো সোশালে ৷
রবিবার ফ্যানেদের সঙ্গে একটি দারুণ ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা ৷ এদিন তিনি যে ছবিটি শেয়ার করেছেন তাতে তাঁকে দেখা গিয়েছে একজন অচেনা ব্যক্তির বাইকের পিছনে বসে সফর করতে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা বেশ অবাক করেছে অনেককেই ৷ জনবহুল রাস্তার তাঁর মতো সুপারস্টার এভাবে সফর করবেন তা কল্পনা করাও কঠিন ৷ এই ধরনের দৃশ্য শুধু সিনেমাতেই সম্ভব।