কলকাতা, 6 সেপ্টেম্বর: শ্যুটিং-এর কাজে এই মুহূর্তে জলপাইগুড়িতে রয়েছেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত । এর মাঝেই মঙ্গলবার তাঁর ফ্ল্যাটে নয়া উপদ্রব । খবর অনুযায়ী মঙ্গলবার সকালে অভিনেত্রীর ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করে এক ব্যক্তি । সেসময় ফ্ল্যাটে একাই ছিলেন অভিনেত্রীর ঘনিষ্ট বন্ধু সৌম্যদীপ ।দরজায় শব্দ শুনে তিনি দরজা খুললে ওই ব্যক্তি মৌমিতার খবর জানতে চান ৷ তারপর দরজা বন্ধ হতেই দরজায় লাথি ঘুষি মারতে শুরু করে সে ৷ কারণ তাকে ততক্ষণে জানিয়ে দেওয়া হয়েছে মৌমিতা বাড়িতে নেই (Stranger Walks Into The Flat of Moumita Pandit ) ৷
ইটিভি ভারতকে অবিনেত্রী বলেন, "আমি জলপাইগুড়িতে রয়েছি শ্যুটিং-এর কাজে । আমার ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে । যে পেশায় আছি তাতে অনেক ধরনের লোক দেখা করতে আসে । তার উপরে আমার আর আমার বন্ধু সৌম্যদীপের একটা প্রোডাকশন হাউজ আছে । এই সোমবার একটা বিজ্ঞাপণ রিলিজ করল, তাতে আবির চট্টোপাধ্যায়ও রয়েছেন । এটাই আমাদের প্রোডাকশনের প্রথম কাজ । আর মঙ্গলবারই এরকম একটা ঘটনা । আমি যে আবাসনে থাকি সেটা বেশ বড় । সিকিউরিটিরও অভাব নেই এখানে । কড়া সিকিউরিটি উপেক্ষা করে কীভাবে এই ব্যক্তি ঢুকল সেটা আমি জানি না ।"