মুম্বই, 13 ডিসেম্বর: ব্লকবাস্টার 'আরআরআর' ছবির পরবর্তী পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ জানালেন পরিচালক এসএস রাজামৌলি ৷ রামচরণ এবং জুনিয়র এনটিআর জুটির এই ছবির হাত ধরে 'বাহুবলী' সিরিজের পর ফের একবার দেশব্যাপী সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন রাজামৌলি ৷ শুধু যে এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে তা নয়, আলোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন ছবির কলাকুশলীরা ৷ এই ছবির দ্বিতীয় পর্ব কি আসবে? এ প্রশ্ন ছবি দেখার পর থেকেই উঠেছিল ৷ গত মার্চে মুক্তি পেয়েছিল ছবির প্রথম পর্ব ৷ এবার পরবর্তী পর্ব নিয়ে কাজ শুরু করার জন্য় বছরও ঘুরল না (SS Rajamouli working on RRR sequel script)৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্প্রতি পরিচালক রাজামৌলি জানিয়েছিলেন তাঁরা প্রাথমিকভাবে এই ছবির একটি সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন কিন্তু তাঁদের কাছে যে আইডিয়াগুলি ছিল, তা দুরন্ত নয় ৷ তবে কয়েক সপ্তাহ আগে তিনি একটি দারুণ আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন ৷ যদিও পুরো বিষয়টাই এখন রয়েছে লেখালেখির পর্যায়ে ৷ অর্থাৎ, পুরো গল্পটি তৈরি হলেই তিনি বলতে পারবেন যে 'আরআরআর' ছবির পরবর্তী পর্ব ঠিক কেমন হবে? তবে কাজ শুরু হয়ে গিয়েছে (RRR sequel is Coming Soon)৷