পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rajamouli on Steven Spielberg: 'ঈশ্বরের সঙ্গে দেখা করলাম', স্পিলবার্গের সঙ্গে সাক্ষাৎ নিয়ে লিখলেন রাজামৌলি

কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে দেখা করে মুগ্ধ এসএস রাজামৌলি (SS Rajamouli meets Steven Spielberg) ৷ সাক্ষাতের পর তিনি টুইটারে লেখেন, "আমি এইমাত্র ঈশ্বরের সঙ্গে দেখা করেছি !"

SS Rajamouli On Steven Spielberg
রাজামৌলি দেখা করলেন কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে

By

Published : Jan 14, 2023, 4:23 PM IST

ওয়াশিংটন, 14 জানুয়ারি:দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলি দেখা করলেন হলিউডের কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে (SS Rajamouli)৷ স্পিলবার্গের সঙ্গে দেখা করা তাঁর জন্য় যে একটি 'ফ্যান বয় মোমেন্ট' একথা নিজে মুখেই স্বীকার করেছেন তিনি ৷ অন্তত রাজামৌলির নতুন পোস্ট দেখে তাই ধারণা হবে সকলের ৷ রাজামৌলি এদিন কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর অনুরাগীদের জন্য ৷ ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবিগুলিতে রাজামৌলির সঙ্গে দেখা গিয়েছে সদ্য় গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী সঙ্গীত পরিচালক এমএম কিরাবাণীকেও (MM Keeravani in Golden Globe awards) ৷

রাজামৌলি ছবির ক্যাপশন লিখেছেন, "আমি এইমাত্র ঈশ্বরের সঙ্গে দেখা করেছি!" ৷ তাঁর এই পোস্ট থেকেই বোঝা যায় স্পিলবার্গের প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল (SS Rajamouli on Steven Spielberg) ৷ বিশ্বসিনেমার ক্ষেত্রে স্টিভেন স্পিলবার্গ যে কিংবদন্তি, তা আর আলাদা করে বলে দেওয়ার কিছু নেই ৷ সিনেমায় কাল্পনিক জগৎ তৈরির ওস্তাদ তিনি ৷ 'জুরাসিক পার্ক' সিরিজে ডায়নোসরদের জগৎ তৈরি থেকে শুরু 'রেডি প্লেয়ার ওয়ান' পর্যন্ত বারবার সারা বিশ্বের দর্শকদের তিনি বিস্ময়ে হতবাক করে দিয়েছেন ৷

রাজামৌলিও তাঁর সিনেমায় ছবির জগৎ তৈরি করতে ভালোবাসেন ৷ কাল্পনিক সেই জগৎ মানুষের মনে স্থায়ী রেখে যায় ৷ তাই স্পিলবার্গের প্রতি তাঁর বিনম্র শ্রদ্ধা জানাতে একটুও ভুল করেননি এই বিখ্য়াত পরিচালক ৷ যদিও ঠিক কোথায় তাঁদের দেখা হয়েছে তা খুলে বলেননি রাজামৌলি ৷ তবে অনেকেরই ধারণা সম্প্রতি 80তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড গালাতেই এই কিংবদন্তির সঙ্গে দেখা করেন 'আরআরআর' ছবির পরিচালক ৷

আরও পড়ুন:মা হলেন 'আমার দূর্গা' খ্য়াত অভিনেত্রী জাগৃতি গোস্বামী

এই ছবি সামনে আসার পর ফ্যানেরাও কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন ভালোবাসা ও শুভেচ্ছায় ৷ একজন নেটিজেন তো এও লিখেছেন, সিনেমার সঙ্গে সিনেমার সাক্ষাৎ ৷ কেউ কেউ আবার লিখেছেন, "আপনারা দু'জন সেই কিংবদন্তি যাঁরা আমাদের ছেলেবেলাকে স্মরণীয় করে রেখেছেন ৷" যদিও সেরা ছবির দৌড়ে 'আরআরআর' গোল্ডেন গ্লোব পুরস্কার জিততে পারেনি ৷ সেই পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে আর্জেন্তাইন পিরিয়ডিক্যাল ড্রামা 'আর্জেন্তিনা 1985' ৷ তবে এই ছবির গান 'নাতু নাতু' ইতিমধ্যেই ইতিহাস গড়েছে ৷ প্রথম এশিয়ান গান হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার ছিনিয়ে এনেছে এই গানটি ৷

ABOUT THE AUTHOR

...view details