পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'অ্যানিম্যাল' ছবির প্রি-রিলিজ ইভেন্টে প্রধান অতিথি এসএস রাজামৌলি ও মহেশ বাবু, হায়দরাবাদে বসছে আসর - Animal pre release event

Animal pre-release event in Hyderabad: হায়দরাবাদে 'অ্যানিম্যাল' ছবির প্রি-রিলিজ ইভেন্ট হতে চলেছে সোমবার ৷ রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানার সঙ্গে একই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন পরিচালক এসএস রাজামৌলি ও মহেশ বাবু ৷

Etv Bharat
'অ্যানিম্যাল' ছবির প্রি-রিলিজ ইভেন্টে বিশেষ অতিথি

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 1:22 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর:বাকি আর মাত্র তিনদিন ৷ দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে হাজির হয়ে যাবে রণবীর কাপুর, অনিল কাপুর ও রশ্মিকা মন্দানা, ববি দেওল অভিনীত 'অ্যানিম্যাল' ৷ তার আগে সোমবার অর্থাৎ আজ হায়দরাবাদে বসতে চলেছে ছবি ঘিরে বিশেষ আসর ৷ 'অ্যানিম্যাল' টিমের তরফে আয়োজন করা হয়েছে প্রি-রিলিজ ইভেন্ট ৷ যেখানে মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এসএস রাজামৌলি ও অভিনেতা মহেশ বাবু ৷ যা ঘিরে উচ্ছ্বসিত দর্শকরাও ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবি মুক্তির আগেই ঝড় তুলেছে অনুরাগীদের মধ্যে ৷

টি-সিরিজের তরফে ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করা হয়েছে ৷ বলা হয়েছে, "যদিও কেউ কেউ রাস্তায় বা নির্দিষ্ট জায়গায় গর্জন করতে পারেন এবং অন্যরা কয়েকটি জায়গায় গর্জন করতে পারেন, কিন্তু এই মানুষটি নিজস্ব উজ্জ্বলতার সঙ্গে বিশ্বজুড়ে গর্জন করার ক্ষমতা রেখেছেন । আমাদের সকলের প্রিয় পরিচালক এসএস রাজামৌলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যানিম্যাল প্রি-রিলিজ ইভেন্টে ৷"

অন্যদিকে আর একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে প্রধান অতিথি তালিকায় রয়েছেন আরও এক দক্ষিণী তারকা তিনি মহেশ বাবু ৷ পোস্টের ক্যাপশনে লেখা, "অ্যানিম্যাল তৈরি গর্জন করার জন্য ৷ তবে তিনি সার্বভৌম... তিনি সর্বদা উঁচুতে রাজত্ব করেছেন, তিনি সকলের প্রিয় মহেশ বাবু, যিনি এই অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে মঞ্চ আলোকিত করবেন৷ এই অনুষ্ঠান দর্শকদের পাগল করে দিতে বাধ্য ৷"

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল এবং রশ্মিকা মান্দানা। চেন্নাইতে এক প্রচারমূলক অনুষ্ঠান চলাকালীন, রণবীর ব্যাখ্যা করেছিলেন কেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবির নাম অ্যানিম্যাল বেছে নিয়েছিলেন ৷ অভিনেতা রণবীর বলেন, "একবার আপনি এই ছবিটা দেখুন ৷ তাহলেই বুঝে যাবেন কেন এই ছবির এমন নামকরণ তা পরিষ্কার হয়ে যাবে।"

তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবিটির নাম অ্যানিম্যাল দিয়েছেন কারণ প্রাণীরা তাঁদের নিজস্ব প্রবৃত্তি অনুযায়ী কাজ করে। যুক্তি বা চিন্তা করে কোনও কাজ করে না। ছবিতে আমি যে চরিত্রটি করেছি তা পরিবারকে রক্ষা করার জন্য সহজাত আচরণ থেকে। পরিচালক মনে করেন না, সেখানে শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে সব কাজ হয় ৷ তাই আমার মনে হয়, পরিচালক এই কারণেই ছবির নাম অ্যানিম্যাল রেখেছেন ৷" 3 ঘণ্টা 21 মিনিটের এই ছবি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় পয়লা ডিসেম্বর ৷

আরও পড়ুন:

1.বাবার অভাব পূরণ করেছেন কেকে মেনন, স্বীকারোক্তি ইরফান-পুত্র বাবিলের

2.মুখোমুখি 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর', অ্যাডভান্স বুকিংয়ে লড়াই শুরু রণবীর-ভিকির

3.আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের সেরা পাঁচ ছবি, জায়গা পেল রাজা সেনের 'দামু'

ABOUT THE AUTHOR

...view details