পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

NMACC Day 2: প্রিয়াঙ্কার নাচে তাল মেলালেন গৌরি খান, সম্পর্কের শীতলতা কী কমছে ? - priyanka chopras dance on gallan goodiyaan

সেজে উঠেছে মায়ানগরী মুম্বই ৷ শুক্রবার থেকে ঝলমলে তারকাদের উপস্থিতিতে ঠিকরে পড়েছে গ্ল্যামার ৷ উপলক্ষ্য নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন ৷ বলিউডের তাবড় তাবড় সেলেবরা তো ছিলেনই, তালিকায় বাদ পড়েনি হলিউডও ৷ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রণবীর-প্রিয়াঙ্কার নাচ মন জয় করে নিয়েছে নেটিজেনদের ।

Etv Bharat
মঞ্চে প্রিয়াঙ্কা-রণবীরের ধামাকাদার পারর্ফরম্যান্স

By

Published : Apr 3, 2023, 4:33 PM IST

হায়দরাবাদ, 3 এপ্রিল: জমে উঠেছে নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান । গ্ল্যামার ওয়ার্ল্ডের একঝাঁক তারকার উপস্থিতিতে যেন একটুকরো চাঁদের হাট বসেছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে তাবড় তাবড় সেলেবদের ফ্যাশন স্টেটমেন্ট এখন পেজ থ্রির শিরোনামে। ঝাঁ চকচকে ইভেন্টের দ্বিতীয় দিনও তাক লাগিয়েছে সকলকে। সামনে এসেছে ইভেন্টের অন্দরের আরও একটি নতুন ভিডিয়ো। মঞ্চে প্রিয়াঙ্কা-রণবীরের ধামাকাদার পারর্ফরম্যান্স। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে দেখা গিয়েছে শাহরুখ-পত্নী গৌরি খানকে। সেই ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশাল মাধ্যমে।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ছাড়া নিয়ে অনেক জলঘোলা হয়েছে বি-টাউন ও নেটিজেন পাড়ায়। এক সাক্ষাৎকারে সিটাডেল অভিনেত্রী জানিয়েছিলেন, বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। বি-টাউনের অন্দরে এত বেশি রাজনীতি চলে যে, তিনি সেই লড়াই করে উঠতে পারেননি। তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল । পরিচিতরাও তাঁকে কাজ দিচ্ছিলেন না। তাই তিনি এই সবকিছু থেকে বিরতি চেয়েছিলেন । এই মন্তব্য সামনে আসার পর বলিউডের অনেক তারকাই রাজনীতির সমর্থনে নিজেদের বক্তব্য সামনে রেখেছিলেন। কাঠগোড়ায় তোলা হয়েছিল করণ জোহরকেও । কিন্তু তারপরেই প্রিয়াঙ্কার ভারতে আসা, পরিচালক করণকে জড়িয়ে ধরা অভিবাদন করা, এই সবকিছু নতুন করে প্রমাণ করেছে সম্পর্কের তিক্ততা ভুলে সবকিছুই এখন সুন্দর হয়ে উঠেছে ।

এরমধ্যেই এনএমএসিসি-র অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঞ্চ কাঁপালেন অভিনেতা রণবীর সিং । 2015-র ছবি 'দিল ধড়কনে দো'-র গান 'গল্লা গোড়িয়া.. '-র তালে পা মেলাতে মেলাতে রণবীর মঞ্চে হাত ধরে নিয়ে আসেন পিগি চপসকে । দুজনের নাচের সেই মুহূর্ত উপস্থিত দর্শকরাও চুটিয়ে উপভোগ করেছেন। আর সেই দর্শকাসনেও ছিলেন গৌরি খান। তাঁকেও দেখা যায়, গানের তালে তাল দিতে। তাঁর সঙ্গে ছিলেন ভাবনা পাণ্ডে ও নীলম কোঠারি সোনি। তাঁদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল ।

আরও পড়ুন: শ্রীবল্লীকে এবার অন্য়ভাবে চিনবেন ফ্যানেরা, মুক্তি পেল রশ্মিকার 'রেনবো' ছবির পোস্টার

মূলত, বি-টাউনের অন্দরের শোনা গিয়েছিল, শাহরুখ খানের সঙ্গে ছবি করার সময় একটা সম্পর্ক তৈরি হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার । এরপর করণ জোহর ও গৌরি খান ও তাঁর বন্ধুরা মিলে একটা পার্টিতে এই ইস্যু নিয়ে অপমান করেছিলেন প্রিয়াঙ্কাকে । যদিও ঘটনার সত্যতা অস্বীকার করেছিলেন করণ জোহর । বর্তমানে এই ইভেন্ট সব পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সময় কাটানো দেখে বলাই যায়, অতীতকে পিছনে রাখাই ভাল । দ্য শো মাস্ট গো অন।

ABOUT THE AUTHOR

...view details