হায়দরাবাদ, 3 এপ্রিল: জমে উঠেছে নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান । গ্ল্যামার ওয়ার্ল্ডের একঝাঁক তারকার উপস্থিতিতে যেন একটুকরো চাঁদের হাট বসেছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে তাবড় তাবড় সেলেবদের ফ্যাশন স্টেটমেন্ট এখন পেজ থ্রির শিরোনামে। ঝাঁ চকচকে ইভেন্টের দ্বিতীয় দিনও তাক লাগিয়েছে সকলকে। সামনে এসেছে ইভেন্টের অন্দরের আরও একটি নতুন ভিডিয়ো। মঞ্চে প্রিয়াঙ্কা-রণবীরের ধামাকাদার পারর্ফরম্যান্স। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে দেখা গিয়েছে শাহরুখ-পত্নী গৌরি খানকে। সেই ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশাল মাধ্যমে।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ছাড়া নিয়ে অনেক জলঘোলা হয়েছে বি-টাউন ও নেটিজেন পাড়ায়। এক সাক্ষাৎকারে সিটাডেল অভিনেত্রী জানিয়েছিলেন, বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। বি-টাউনের অন্দরে এত বেশি রাজনীতি চলে যে, তিনি সেই লড়াই করে উঠতে পারেননি। তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল । পরিচিতরাও তাঁকে কাজ দিচ্ছিলেন না। তাই তিনি এই সবকিছু থেকে বিরতি চেয়েছিলেন । এই মন্তব্য সামনে আসার পর বলিউডের অনেক তারকাই রাজনীতির সমর্থনে নিজেদের বক্তব্য সামনে রেখেছিলেন। কাঠগোড়ায় তোলা হয়েছিল করণ জোহরকেও । কিন্তু তারপরেই প্রিয়াঙ্কার ভারতে আসা, পরিচালক করণকে জড়িয়ে ধরা অভিবাদন করা, এই সবকিছু নতুন করে প্রমাণ করেছে সম্পর্কের তিক্ততা ভুলে সবকিছুই এখন সুন্দর হয়ে উঠেছে ।