পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan OTT Release: বড় পর্দায় আসার আগেই সামনে এল পাঠানের ওটিটি প্রিমিয়রের দিনক্ষণ! - srk news

বড় পর্দায় 25 জানুয়ারি শাহরুখের নতুন ছবি 'পাঠান' ৷ এবার সামনে এল ছবির ওটিটি রিলিজের দিনক্ষণ ৷ আগামী 25 এপ্রিল আপনার মুঠোফোনে আসবে এই ছবি (Pathaan OTT release date)৷ এমনটাই দাবি করছে বিভিন্ন রিপোর্ট ৷

Pathaan OTT Release
সামনে এল পাঠানের ওটিটি প্রিমিয়রের দিনক্ষণ

By

Published : Jan 17, 2023, 6:35 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: চার বছর পর নতুন ছবি 'পাঠান'-এর হাত ধরে পর্দায় কামব্যাক করতে চলেছেন বলিউডের বাজিগর ৷ এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ বিশেষত, ছবির ট্রেলার সামনে আসার পর থেকে এই ছবি নিয়ে চর্চা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ এসআরকের এই নতুন ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী 25 জানুয়ারি ৷ ছবিতে শাহরুখের সহ-অভিনেতা হিসেবে রয়েছেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, আশুতোষ রানা এবং ডিম্পল কপাডিয়া ৷ কিন্তু অনেকেই হয়তো প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে যেতে পারবেন না নানা কারণে ৷ তাঁদের একমাত্র ভরসা হল ওটিটি ৷ আর এবার ছবির ওটিটি প্রিমিয়ারের তারিখ সামনে এল বিভিন্ন রিপোর্ট (Pathaan OTT release date)৷

যদিও নির্মাতারা এখনও ওটিটি প্রিমিয়ারের তারিখ ঘোষণা করেননি ৷ তবে সুত্রের খবর অনুযায়ী, এই বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলারটি ওটিটি-তে মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ৷ কীভাবে সামনে এল এই তথ্য? আদতে দৃষ্টি শক্তিহীন এবং শ্রবণ সংক্রান্ত অক্ষমতায় ভোগা মানুষের সুবিধার জন্য হিন্দি সাবটাইটেল এবং ক্লোজ ক্য়াপশনের পাশাপাশি দিল্লি হাইকোর্ট ছবিটির ওটিটি রিলিজ সংক্রান্ত তথ্যও জমা করার নির্দেশ দিয়েছিল ৷ আর সেখান থেকেই বিভিন্ন রিপোর্টে সামনে এসেছে এই তথ্য ৷ খবর অনুযায়ী আগামী 25 এপ্রিল এই ছবির ওটিটি প্রিমিয়র হতে চলেছে (Pathaan to arrive on OTT) ৷

'পাঠান' ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর অনুমোদন পেয়েছে । তবে ওটিটি রিলিজের আগে ছবিতে বেশকিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে আদালত ৷ আদালতের নির্দেশ অনুযায়ী সাব টাইটেল সংক্রান্ত সংশোধনগুলি হয়ে গেলে আগামী 20 ফেব্রুয়ারির মধ্য়ে ফের একবার সিবিএফসি-র সার্টিফিকেশনের জন্য় ছবিটিকে জমা দিতে হবে নির্মাতাদের (Delhi HC asks to make it accessible for specially abled) ৷ 'পাঠান' সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি প্রতিভা এম. সিং ৷

আরও পড়ুন:দেননি 22 হাজার টাকা কর, নোটিশ পেলেন ঐশ্বর্য

2016 সালে তৈরি আইন অনুসারে এই মামলাটি দায়ের করেন বেশিকছু বিশেষভাবে সক্ষম মানুষ ৷ যাঁদের মধ্যে একজন ডিসেবিলিটি রাইটস অ্যাক্টিভিস্ট, একজন আইনের ছাত্র এবং একজন আইনজীবীও রয়েছেন ৷ তাঁদের দাবি একটাই ছবির ওটিটি রিলিজের আগে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য় প্রয়োজনীয় পরিবর্তন করা হোক ৷ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 6 এপ্রিল ৷

ABOUT THE AUTHOR

...view details