মুম্বই, 17 জানুয়ারি: চার বছর পর নতুন ছবি 'পাঠান'-এর হাত ধরে পর্দায় কামব্যাক করতে চলেছেন বলিউডের বাজিগর ৷ এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ বিশেষত, ছবির ট্রেলার সামনে আসার পর থেকে এই ছবি নিয়ে চর্চা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ এসআরকের এই নতুন ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী 25 জানুয়ারি ৷ ছবিতে শাহরুখের সহ-অভিনেতা হিসেবে রয়েছেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, আশুতোষ রানা এবং ডিম্পল কপাডিয়া ৷ কিন্তু অনেকেই হয়তো প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে যেতে পারবেন না নানা কারণে ৷ তাঁদের একমাত্র ভরসা হল ওটিটি ৷ আর এবার ছবির ওটিটি প্রিমিয়ারের তারিখ সামনে এল বিভিন্ন রিপোর্ট (Pathaan OTT release date)৷
যদিও নির্মাতারা এখনও ওটিটি প্রিমিয়ারের তারিখ ঘোষণা করেননি ৷ তবে সুত্রের খবর অনুযায়ী, এই বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলারটি ওটিটি-তে মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ৷ কীভাবে সামনে এল এই তথ্য? আদতে দৃষ্টি শক্তিহীন এবং শ্রবণ সংক্রান্ত অক্ষমতায় ভোগা মানুষের সুবিধার জন্য হিন্দি সাবটাইটেল এবং ক্লোজ ক্য়াপশনের পাশাপাশি দিল্লি হাইকোর্ট ছবিটির ওটিটি রিলিজ সংক্রান্ত তথ্যও জমা করার নির্দেশ দিয়েছিল ৷ আর সেখান থেকেই বিভিন্ন রিপোর্টে সামনে এসেছে এই তথ্য ৷ খবর অনুযায়ী আগামী 25 এপ্রিল এই ছবির ওটিটি প্রিমিয়র হতে চলেছে (Pathaan to arrive on OTT) ৷