পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan Opening Day Record: প্রথম দিনেই 55 কোটি, হিন্দি ছবিতে রেকর্ড পাঠানের

বক্স অফিসে শাহরুখ খানের (Shah Rukh Khan) পাঠান খাতা খুলেছে 55 কোটি টাকার (Rs 55 crore opening) ব্যবসা দিয়ে (Pathaan Opening Day Record)৷ প্রথম দিনে এটাই সর্বোচ্চ আয় কোনও হিন্দি ফিল্মের ৷

Pathaan ETV Bharat
পাঠান

By

Published : Jan 26, 2023, 5:53 PM IST

Updated : Jan 26, 2023, 6:34 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি:শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর নতুন হিন্দি ছবি 'পাঠান' দিয়ে বড় পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ৷ প্রথম দিনেই 55 কোটি টাকা সংগ্রহ করেছে এই ছবি ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন নির্মাতারা । প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) অনুসারে, মুভিটির মোট একদিনের সংগ্রহ দাঁড়িয়েছে 55 কোটি টাকা (Rs 55 crore opening)৷ কোনও হিন্দি ছবির জন্য প্রথম দিনে এটা সর্বোচ্চ আয় বলে দাবি নির্মাতাদের । বুধবার তামিল ও তেলুগুতেও মুক্তি পেয়েছে পাঠান।

এই ছবি "বেশরম রঙ" গানটির জন্য বয়কটের ডাক দেওয়ার দেওয়া হয়েছিল ৷ চার বছরেরও বেশি সময় পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে চলচ্চিত্রে ফিরেছেন শাহরুখ খান । তাঁর আগের ছবি ছিল 2018 সালের জিরো। ওয়াইআরএফ বলেছে যে, "পাঠান" একাধিক নতুন রেকর্ড তৈরি করেছে, যার মধ্যে রয়েছে "ভারতে সর্বকালের সবচেয়ে বিস্তৃত হিন্দি রিলিজ" এবং "ছুটি ছাড়া মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা"।

স্টাইলিশ স্পাই থ্রিলারের প্রথম দিনের মোট সংগ্রহ শাহরুখের কেরিয়ারের পাশাপাশি সহ-অভিনেতা জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন, পরিচালক আনন্দ এবং ওয়াইআরএফ-এর জন্যও "সর্বোচ্চ" বলে জানা গিয়েছে ৷ নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার জন্য একটি ঐতিহাসিক দিন এবং বিশ্বব্যাপী 'পাঠান'-এর জন্য যে ভালোবাসা এবং প্রশংসা প্রবাহিত হচ্ছে ৷

আরও পড়ুন:প্রথম দিনেই যশ-আমিরের ছবিকে পিছনে ফেলল কিং খানের 'পাঠান'

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি এক বিবৃতিতে বলেছেন যে, "ছুটি ছাড়াই এ ভাবে পাঠানের সব রেকর্ড ভেঙে ফেলার জন্য এটিই প্রমাণ করে যে, এখানে সিনেমার ব্যবসা থাকবেই ৷ তবে আমরা এমন চলচ্চিত্র তৈরি করি, যা মানুষকে সিনেমায় আসতে প্রলুব্ধ করে এমন অভিজ্ঞতার সাক্ষী হতে যা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিনোদন দেয় ।"

রেকর্ডের প্রথম দিনে পাঠান সেই শিল্প বিশেষজ্ঞদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে, যাঁরা বলিউডকে মহামারীর অবনমনের কবল থেকে বের করে আনার জন্য অ্যাকশনের উপর নির্ভর করছেন । বুধবার দিল্লি এবং মুম্বইয়ের মতো বড় শহর-সহ সারা দেশে 5,000টিরও বেশি স্ক্রিনে ছবিটি মুক্তি পেয়েছে ।

Last Updated : Jan 26, 2023, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details