মুম্বই, 12 অগস্ট: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের তৈরি সায়েন্স ফিকশন 'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দু'টি বিষয় নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে ৷ প্রথমত, রণবীর-আলিয়ার রসায়ন ছবিতে কেমন জমে তা নিয়ে আগ্রহ তো রয়েছেই ৷ দ্বিতীয়ত, ট্রেলারেই এক ঝলক দেখা গিয়েছিল ছবিতে ক্যামিয়ো রয়েছে শাহরুখ খানেরও ৷ আর সেই কারণে আগ্রহ এখন দ্বিগুণ অনেকেরই (SRK Look Of Brahmastra)৷
জুন মাসে ট্রেলার রিলিজ করার পর পরই বেশকিছু স্ক্রিনশট নেটপাড়ায় ঘুরতে দেখা যায় ৷ সবার অনুমান একটাই, ট্রেলারে বায়ু অবতারে দেখা গিয়েছে কিং খানকেই ৷ আর এবারও তাঁদের প্রিয় মানুষটিকে খুঁজে নিতে অনুরাগীদের 'ঈগল চোখ' কোনও ভূল করেনি ৷ বৃহস্পতিবার নেটপাড়ায় ফের একবার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিয়ো যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন এটাই কিং খানের 'ব্রহ্মাস্ত্র' ছবির লুক ৷ এখানে এসআরকে-কে দেখা যায় রক্তভেজা অবস্থায় ৷ খানিকপরেই মন্ত্রশক্তির বলে তিনি আকাশে উঠে যান তাঁর পিছনে তাঁকে রক্ষা করতে দেখা যায় পবনপুত্র হনুমানের এক আগ্নেয় অবতারকে ৷