পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK in Brahmastra: ফাঁস হয়ে গেল 'ব্রহ্মাস্ত্র'-এ কিং খানের লুক, ভাইরাল ভিডিয়ো - SRK Look Of Brahmastra

'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলারেই এক ঝলক দেখা গিয়েছিল ছবিতে ক্যামিয়ো রয়েছে শাহরুখ খানেরও ৷ বৃহস্পতিবার নেটপাড়ায় ফের একবার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিয়ো যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন এটাই কিং খানের 'ব্রহ্মাস্ত্র' ছবির লুক (SRK Look Of Brahmastra)৷

SRK in Brahmastra
ফাঁস হয়ে গেল 'ব্রহ্মাস্ত্র'-এ কিং খানের লুক, ভাইরাল ভিডিয়ো

By

Published : Aug 12, 2022, 1:12 PM IST

মুম্বই, 12 অগস্ট: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের তৈরি সায়েন্স ফিকশন 'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দু'টি বিষয় নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে ৷ প্রথমত, রণবীর-আলিয়ার রসায়ন ছবিতে কেমন জমে তা নিয়ে আগ্রহ তো রয়েছেই ৷ দ্বিতীয়ত, ট্রেলারেই এক ঝলক দেখা গিয়েছিল ছবিতে ক্যামিয়ো রয়েছে শাহরুখ খানেরও ৷ আর সেই কারণে আগ্রহ এখন দ্বিগুণ অনেকেরই (SRK Look Of Brahmastra)৷

জুন মাসে ট্রেলার রিলিজ করার পর পরই বেশকিছু স্ক্রিনশট নেটপাড়ায় ঘুরতে দেখা যায় ৷ সবার অনুমান একটাই, ট্রেলারে বায়ু অবতারে দেখা গিয়েছে কিং খানকেই ৷ আর এবারও তাঁদের প্রিয় মানুষটিকে খুঁজে নিতে অনুরাগীদের 'ঈগল চোখ' কোনও ভূল করেনি ৷ বৃহস্পতিবার নেটপাড়ায় ফের একবার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিয়ো যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন এটাই কিং খানের 'ব্রহ্মাস্ত্র' ছবির লুক ৷ এখানে এসআরকে-কে দেখা যায় রক্তভেজা অবস্থায় ৷ খানিকপরেই মন্ত্রশক্তির বলে তিনি আকাশে উঠে যান তাঁর পিছনে তাঁকে রক্ষা করতে দেখা যায় পবনপুত্র হনুমানের এক আগ্নেয় অবতারকে ৷

এই বিশেষ ভিডিয়োটি সামনে আসার পর খুশি তাঁর ভক্তরা ৷ নেটিজেনদের কেউ লিখেছেন,"ব্রহ্মাস্ত্র ছবিতে এসআরকের লুক নিয়ে যতদিন যাচ্ছে ততই আগ্রহ বাড়ছে ৷ " সম্প্রতি 'লাল সিং চাড্ডা' এবং 'রকেট্রি: দ্য় নাম্বি এফেক্ট' ছবিতেও ক্য়ামিয়ো অ্য়াপিয়ারেন্স করেছেন কিং খান ৷

আরও পড়ুন:শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় গায়ক শিবমেগা সুব্বান্না

উল্লেখ্য, 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)। আলিয়া, রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনি রায় (Mouni Roy), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)-সহ আরও অনেকে । হিন্দি, তেলুগু, তামিল, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details