পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK turns 57: 'কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়'...সেকেন্ড ইনিংস শুরুর মুখে বলিউডের বাদশাহ - shah rukh khan 57th birthday

আগামী বছর মুক্তি পেতে চলেছে কিং খানের তিন তিনটি ছবি ৷ তার জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা ৷ বেশ বড় বিরতির পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ ৷ ষাটের দিকে আরও এক পা বাড়িয়ে তাঁর এই সেকেন্ড ইনিংস শুরু করবেন বলিউডের বাদশাহ (SRK 57th birthday)৷ তাঁর জন্য় রইল শুভেচ্ছা ৷

SRK turns 57
কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়...সেকেন্ড ইনিংস শুরুর মুখে বলিউডের বাদশাহ

By

Published : Nov 2, 2022, 12:45 PM IST

হায়দরাবাদ:এমন নয় যে এসআরকে ব্যর্থতা দেখেননি (SRK 57th birthday) ৷ বক্স অফিসে ধারাবাহিক বিপর্যয় শাহরুখ নামক ব্র্যান্ডের গায়েও বড় আঘাত হেনেছে ৷ কয়েক বছর আগেই 'রা ওয়ান', 'জিরো'-র মতো ছবির জন্য যথেষ্ট আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ কিন্তু তবু প্রায় তিন দশক ধরে রাখা বলিউডের বেতাজ বাদশাহ তিনিই । তিনি আজ পালন করছেন 57তম জন্মদিন ৷

বব ডিলানের 'ব্লোয়িং ইন দ্য উইন্ড' গানের অনুবাদ করতে গিয়ে কবীর সুমন এক সময় লিখেছিলেন, 'কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় ৷' তাঁকে অনুকরণ করে আজ শাহরুখ প্রেমীরা বলতেই পারেন, 'কতটা পথ পেরোলে তবে শাহরুখ হওয়া যায়...' আগামী বছরও মুক্তি পেতে চলেছে কিং খানের তিন তিনটি ছবি ৷ তার জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা ৷

তবে আগামী বছর এসআরকের সবচেয়ে বড় বাজি হতে চলেছে রাজকুমার হিরানির 'ডানকি'

গত মাসে আশিতম জন্মদিন উদযাপন করেছিলেন বিগবি ৷ তাঁর জন্মদিনে একটি সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এসআরকে ৷ সেখানে তিনি বিগ বি-কে একজন মহান মানুষ এবং সুপার হিউম্যান অ্যাখ্যা দিয়ে লিখেছিলেন তাঁর থেকে একটি গুণ তিনি নিয়েছেন তা হলো তাঁর কখনও পিছু না হটার জেদ ৷

প্রায় বছর চারেক কেটে গিয়েছে প্রধান চরিত্রে বড় পর্দায় আসেননি কিং খান ৷ এবার ষাটের দিকে আরও এক পা বাড়িয়ে তাঁর এই সেকেন্ড ইনিংস শুরু করবেন বলিউডের বাদশাহ (SRK second innings) ৷ এর মাঝে 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট', 'লাল সিং চাড্ডা' এবং 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব'-এ ক্যামিও পারফরম্য়ান্সে তাঁকে দেখা গিয়েছে ঠিকই কিন্তু সেভাবে বড় চরিত্রে তিনি সামনে আসেননি ৷ পরের বছরের শুরুর দিকে কিং খান রূপালি পর্দায় ফিরে আসবেন । প্রযোজনা থেকে অবশ্য় তিনটি ছবির মাধ্যমে কিং খানের 600 কোটিরও বেশি আয় হয়েছে তাঁর । কিন্তু পর্দায় ফেরার জন্য় অবশ্য সুন্দর নতুন ছক তৈরি করেছেন তিনি ৷

অরুণ কুমার অ্যাটলির পরিচালনায় আসতে চলেছে এই থ্রিলার ৷

অভিনেতা তাঁর নতুন বছরের প্রথম কাজটিই করেছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে । একসময় এই সংস্থার হাত ধরেই তিনি সারা দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন স্বপ্ন নগরীর বাজিগর ৷ যশ রাজ ফিল্মস এই ছবির মাধ্য়মে উদযাপন করতে চলেছে তাঁদের পঞ্চাশ তম বার্ষিকী ৷ শাহরুখের এই নতুন ছবির নাম 'পাঠান' ৷

এই ছবির টিজারও মুক্তি পেয়েছে এসআরকের 57তম জন্মদিনে ৷ দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, তিনি দর্শকদের এমন একটি অভিজ্ঞতা দিতে চলেছেন যা অনন্য ৷ হিন্দি, তামিল এবং তেলেগুতে 25 জানুয়ারী, 2023-এ যখন ছবিটি বড় পর্দায় আসতে চলেছে ৷ নতুন বছরে দ্বিতীয় যে ছবিটি রিলিজ হতে চলেছে এসআরকের সেটিও একটি অ্য়াকশন ছবি ৷ নাম 'জওয়ান' ৷ হোম ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই ছবি ৷ অরুণ কুমার অ্যাটলির পরিচালনায় আসতে চলেছে এই থ্রিলার ৷ এই ছবিতেও অ্যাকশন মুডে দেখা যাবে কিং খানকে ৷ ছবিতে তাঁর নায়িকা হতে চলেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা ৷ আগামী বছর 2 জুন হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

অভিনেতা তাঁর নতুন বছরের প্রথম কাজটিই করেছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে একসময় এই সংস্থার হাত ধরেই তিনি সারা দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন স্বপ্ন নগরীর বাজিগর

আরও পড়ুন:জন্মদিনে ফ্যানেদের 'পাঠান' এর টিজার উপহার কিং খানের

তবে আগামী বছর এসআরকের সবচেয়ে বড় বাজি হতে চলেছে রাজকুমার হিরানির 'ডানকি' ৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ একটি মনোজ্ঞ ছবি হিসাবে এই ছবি কতখানি মন জয় করে নিতে পারে সেটাই দেখার ৷ আদতে এই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাই তাঁকে এই নতুন অবতারে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ ইতিমধ্য়ে ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷ মোট তিনটি ছবি নিয়ে নতুন বছরে আসতে চলেছেন এসআরকে ৷ তাঁর ফ্য়ানেরা নিশ্চয়ই চাইবেন বক্স অফিসে হারানো স্থান পুনরুদ্ধার করুন তিনি ৷ দিন আরও একটি সুপার ডুপার হিট ৷

ABOUT THE AUTHOR

...view details