কলকাতা, 7 এপ্রিল: বলিউড আর ক্রিকেট একে অপরের সঙ্গে প্রায়শই মিলে মিশে একাকার হয়ে যায় ৷ আর তার ওপর খেলাটা যদি আইপিএল হয় তাহলে তো কথাই নেই ৷ কখনও শাহরুখ, কখনও প্রীতি জিন্টা, কখনও জুহি চাওলা আবার কখনও বা শিল্পা শেট্টির মতো অনেকেই মাঠে এসে দর্শকদের সঙ্গে খেলা উপভোগ করেন ৷ আবার এঁরা সকলেই জড়িয়ে রয়েছেন কোনও না কোনও দলের সঙ্গে ৷ বৃহস্পতিবারও খেলার পাশাপাশি ইডেন সাক্ষী থাকল একটি সুন্দর মুহূর্তের ৷ মাঠে ব্যাট বলের লড়াই শেষে যদিও আরসিবি ফ্য়ানেদের মুখে হাসি ছিল না, তবে সেই হাসি ফোটালেন শাহরুখ খান ৷
বিরাটের সঙ্গে এদিন কিং খান মেতে উঠলেন নাচে ৷ শুধু তাই নয়, তাঁকে শেখালেন বিখ্যাত 'ঝুমে জো পাঠান' গানের স্টেপও ৷ এই মুহূর্তের ঝলক এখন ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ শাহরুখ যেভাবে এদিন জড়িয়ে ধরলেন প্রাক্তন আরসিবি অধিনায়ককে সেই দৃশ্য় ছিল পয়সা উসুল ৷ তাঁদের এই আলাপ দেখে হাসি ফুটল ফ্য়ানেদের মুখেও ৷ যদিও তাতে 81 রানের লজ্জাজনক হারের জ্বালা জুড়োলো কি না জানা নেই ৷