হায়দরাবাদ, 8 অক্টোবর: কিং খান এখন ব্যাস্ত তাঁর 'জওয়ান' ছবির শুটিং পর্ব নিয়ে(SRK sums up 30 days in Chennai ) ৷ দক্ষিণী পরিচালক অ্য়াটলির সঙ্গে এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধলেন সুপারস্টার ৷ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী নয়নতারাও (SRK wraps up jawan schedule in chennai )৷ সম্প্রতি চেন্নাইতে এক মাসের শুটিং পর্ব শেষ করলেন এসআরকে ৷ একইসঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্তকেও তাঁর ভালোবাসার জন্য় ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ আর তার সঙ্গে অভিনেতা বিজয় সেতুপতি এবং অভিনেতা বিজয়কেও ধন্যবাদ দিয়েছেন বলিউডের বাদশা ৷
এসআরকে সম্প্রতি একটি টুইটের মাধ্যমে তাঁর চেন্নাইয়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেছেন ৷ টুইটে তিনি লেখেন, "সত্যিই গত তিরশটি দিন দারুণ ছিল ৷ থালাইভা আমাদের সেটে এসে আশীর্বাদ করেছেন (Rajinikanth visits srk jawan set)৷ নয়নতারার সঙ্গে বসে ছবি দেখেছেন ৷ পার্টি হল অনিরুদ্ধর সঙ্গে ৷ বিজয় সেতুপতির সঙ্গে কত গভীর আলোচনা হল ৷ অভিনেতা বিজয় আমাকে দারুণ খাবারও খাওয়ালেন ৷"