চোটের গুজবের পর মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি শাহরুখ মুম্বই, 5 জুলাই: মার্কিন মুলুক থেকে দেশে ফিরলেন বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান ৷ বুধবার ভোররাতে মুম্বই বিমানবন্দরে দেখা গেল অনুরাগীদের প্রিয় এই সুপারস্টারকে ৷ মঙ্গলবার খবর ছড়ায়, আমেরিকায় একটি শুটিং চলাকালীন নাকি আহত হয়েছেন শাহরুখ ৷ চোট লেগেছে তাঁর নাকে ৷ হয়েছে রক্তপাতও ৷ আর সেই কারণে তাঁকে নাকি একটি ছোট সার্জারিও করাতে হয় ৷ কিন্তু এদিন বিমানবন্দরে অভিনেতার মুখে কোনও ব্যান্ডেজ দেখা গেল না ৷ বরং বলিউডের 'কিং অফ রোম্যান্স' বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে এলেন একেবারে চেনা মেজাজে ৷
পরণে ছিল সাদা টিশার্ট এবং একটি নীল সোয়েটশার্ট ৷ আর সঙ্গে মানানসই কম্ফি প্যান্ট আর টুপি ৷ অনুরাগীদের নজর কেড়েছে তাঁর সানগ্লাসও ৷ লস অ্যাঞ্জেলসে শুটিংয়ে তিনি চোট পেয়েছিলেন বলে যে খবরটি সামনে আসে তার কোনও চিহ্নই এদিন চোখে পড়েনি ৷ শাহরুখের সঙ্গে বুধবার দেখা গেল স্ত্রী গৌরি এবং পুত্র আব্রামকেও ৷ মা এবং ছেলে দু'জনকেই দেখা গেল খোশ মেজাজে ৷
দেখা গেল স্ত্রী গৌরি এবং পুত্র আব্রামকেও গৌরির পরণে এদিন ছিল নীল প্রিন্টেড ফ্লোরাল ড্রেস আর সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন কালো ব্লেজার ৷ অন্য়দিকে, ক্য়াজুয়াল পোশাকে দেখা গেল আব্রামকেও ৷ খবর অনুযায়ী কোনও একটি প্রজেক্টের শুটিংয়ের জন্য়ই এবার লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন শাহরুখ ৷ যদিও এই প্রজেক্ট সম্পর্কে তেমন কিছু এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন:অরিত্রর পর এবার মৈনাক, নতুন ছবির শুটিং শেষ করলেন ঋতাভরী
কিং খান বছরের শুরুতেই বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তাঁর 'পাঠান' ছবির হাত ধরে ৷ আগামীতে তিনি পর্দায় ফিরছেন দক্ষিণ ভারতের পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে ৷ আগামী 12 জুলাই তাঁর এই নতুন ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতেও দেখা যাবে এক দক্ষিণি অভিনেত্রীকে ৷ অভিনেত্রী নয়নতারার সঙ্গে রোম্যান্সের পাশাপাশি এই ছবিতে তাঁকে দেখা যাবে অ্য়াকশন হিরো হিসেবেও ৷