মুম্বই, 17 মার্চ:মুক্তি পেল অসীমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ৷ এক মায়ের সত্য়ি লড়াইয়ের কাহিনি নিয়ে তৈরি এই ছবি দেখার জন্য় বহুদিন ধরে অপেক্ষায় দর্শকরা ৷ রানি মুখোপাধ্য়ায়, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে এক প্রবাসী বাঙালি দম্পতির গল্প ৷ যারা তাঁদের পরিবার নিয়ে নরওয়েতে থাকতেন ৷ আর সেখানেই আইনের মারপ্যাঁচে তাঁদের দুই সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র ৷ দাবি করা হয় তাঁরা সঠিকভাবে সন্তান মানুষ করতে অক্ষম ৷ এক মায়ের লড়াইয়ের কাহিনি এবার এই ছবি মন ছুঁয়ে গেল বলিউডের বাদশাহ কিং খানেরও ৷
বৃহস্পতিবার রাতে টুইট করে ছবির ভূয়সী প্রশংসা করেছেন কিং খান ৷ তিনি লেখেন, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবির গোটা টিম মারাত্মক পরিশ্রম করেছে ৷ আমার রানি কেন্দ্রীয় চরিত্রে সত্যি একজন রানির মতোই উজ্জ্বল ৷ অসমান্য সহমর্মীতা দিয়ে একজন নারীর লড়াইয়ের গল্পকে তুলে ধরেছেন পরিচালক অসীমা ৷ জিম, অনির্বাণ, নমিত, সৌম্য়, গৌরি সকলেই দারুণ ৷ অবশ্যই দেখার মতো একটি ছবি (SRK Reaction on Mrs Chatterjee Vs Norway)৷'