কন্যা এবং নয়নতারার সঙ্গে তিরুপতি দর্শনে শাহরুখ তিরুপতি, 5 সেপ্টেম্বর:কয়েক দিন আগেই জম্মুতে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিয়েছিলেন কিং খান ৷ আর এবার তাঁকে দেখা গেল তিরুপতিতে ৷ 'জওয়ান' মুক্তির ঠিক আগেই কো-স্টার নয়নতারা এবং মেয়ে সুহানাকে নিয়ে মঙ্গলবার ভোরে তিনি হাজির হলেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি ৷
সুহানা এবং শাহরুখ দু'জনকেই এদিন দেখা গেল শ্বেত শুভ্র পোশাকে ৷ সুহানার পরনে ছিল সাদা সালোয়ার স্য়ুটে আর অন্যদিকে ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেল কিং খানকেও ৷ এর আগেও হঠাৎই মধ্যরাতে বৈষ্ণোদেবীর মন্দিরে হাজির হন শাহরুখ ৷ পুজো দিয়েই তড়িঘড়ি বেরিয়ে যান অভিনেতা ৷ আসলে কোনও রকম প্রচার তিনি চাননি ৷ এবারও তেমনই হল ৷
শাহরুখের জওয়ান নিয়ে এখন চর্চার অন্ত নেই ৷ প্রিভিউ মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ আর ট্রেলারটি মুক্তি পেতে না পেতেই সেই উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ বিশেষত, ট্রেলারে শাহরুখের বেশকিছু সংলাপ তো রীতিমতো চর্চিত হয়ে উঠেছে সোশালে ৷ ভিডিয়োর একটি অংশে অ্যাকশনের বাদশা বলেন, "বেটে কো হাথ লাগানে প্যাহেলে বাপ সে বাত কর ৷" সেই সংলাপ নিয়ে তো আজও চর্চা চলেছে নেটপাড়ায় ৷ এর আগে 'পাঠান' ছবির ক্ষেত্রেও রীতিমতো জনপ্রিয় হয়েছিল 'কুর্সি কি পেটি বাঁধলো' সংলাপটি ৷ আর এবারও তার ব্যতিক্রম হল না ৷
আরও পড়ুন:সাফল্যের জের, কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি এবার অক্ষয়ের নামে
অনেকেই আশা করছেন 'জওয়ান' বক্স অফিসে রীতিমতো সুনামি আনবে ৷ অনেক বিশ্লেষকের দাবি, 100 কোটির ব্যবসা করে বক্স অফিসে খাতা খুলবে এই ছবি ৷ অবশ্য এই ধারনা যে অলীক কল্পনা নয় তার প্রমান মিলেছে অগ্রিম বুকিংয়ে ৷ অ্যাটলি পরিচালিত এই ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে সাত লক্ষ ৷ যার মূল্য 21 কোটিরও বেশি ৷ অন্তত ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক তেমনটাই দাবি করেছে ৷