পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jawan BO Collection: 'হার কর জিতনেওয়ালে কো...?' লাগাতার পতনের পর ফের বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে 'জওয়ান' - 750 কোটির দোড়গোড়ায়

SRK Jawan Craze: 'জওয়ান' নিয়ে উন্মাদনা এখনও অব্যহত ৷ ফের তার প্রমাণ মিলল স্যাকনিল্কের বক্স অফিস রিপোর্টে ৷ রিপোর্ট কার্ড বলছে শনিবার আবার ঝড় নিয়ে হাজির হতে চলেছেন এসআরকে ৷ পরপর কয়েকদিন পতনের পর আবার ঘুরে দাঁড়াতে চলেছে তাঁর নতুন ছবি ৷

Jawan BO Collection
আবার বক্স অফিসে রাজ করতে আসছেন শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 12:32 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: 'বেকরার করকে হামে ইঁউ না যাইয়ে' কিংবা 'রামাইয়া বস্তাবাইয়া'র মতো পুরোনো গানগুলি অন্যভাবে ব্যবহার করে 'জওয়ান' ছবিতে নতুন মাত্রা যোগ করেছিলেন পরিচালক অ্যাটলি ৷ পূর্বাভাস বলছে, বক্স অফিসে বেশ কয়েকদিন লাগাতার পতনের পর শনিবার আবার ঘুরে দাঁড়াতে পারে এসআরকের ছবি ৷ আর এহেন পরিস্থিতিতে হয়তো বাংলা জানলে একটাই গান গাইতেন শাহরুখ, 'এভাবেও ফিরে আসা যায় ৷' তিনি বারবার প্রমাণ করেছেন একথা ৷

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নিজেকে আবার যেভাবে তৈরি করেছেন বাদশাহ তা হয়তো তাঁর পক্ষেই সম্ভব ৷ দেশ-বিদেশ মিলিয়ে শনিবার 700 কোটিও ছাড়িয়ে যাবে এই ছবির আয় ৷ শুক্রবার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যে হিসেবনিকেশ সামনে এনেছে তাতে এখনও পর্যন্ত এই ছবির আয় দাঁড়িয়েছে 696.67 কোটি টাকা ৷ তাই শনিবারের আয় যোগ হলে হয়তো 750 কোটির দোড়গোড়ায় পৌঁছে যাবে 'জওয়ান' ৷

অন্যদিকে শুক্রবার শুধু ভারতে ছবিটি ব্যবসা করেছে প্রায় 21 কোটি টাকা ৷ যার জেরে শুধু ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে 410.88 কোটি টাকা ৷ আর প্রাথমিক অনুমান বলছে শনিবার এই ছবির আয় বেশ খানিকটা বেড়ে যেতে পারে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী আয় দাঁড়াতে পারে 32 কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় রবিবারে ভারতের 450 কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে অ্যাটলি কুমারের এই ছবির সামনে ৷

আরও পড়ুন:পর্দায় শাহরুখ, সামনে অগণিত ভক্ত; প্রেক্ষাগৃহে উঠল 'আজাদি'র স্লোগান

ইতিমধ্যেই ছবির সাকসেস মিটে আরও একটি বড় খবর সামনে এনেছেন শাহরুখ ৷ তিনি জানিয়েছেন বছরের শুরুতে সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল 'পাঠান' ৷ আর জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনি উপহার দিয়েছেন 'জওয়ান' ছবিটি ৷ আর এখন সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর ডাঙ্কি ছবিটির জন্য ৷ আর এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ক্রিসমাসে ৷ নতুন বছরে আগেই তিনি পর্দায় ফিরবেন রাজকুমার হিরানির হাত ধরে ৷

ABOUT THE AUTHOR

...view details