হায়দরাবাদ, 8 মার্চ: বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান এখন ব্যস্ত 'জওয়ান' ছবির শেষ পর্বের শ্যুটিং নিয়ে ৷ সম্প্রতি মুম্বইয়ে ছবির 9 দিনের শ্যুটিং শেষ করলেন অ্যাটলি কুমার ও তাঁর টিম ৷ শ্যুটিংয়ে হাজির ছিলেন এসআরকের দক্ষিণী নায়িকা নয়নতারাও ৷ পাঠান ছবির বিপুল সাফল্যের পর আরও একটি অ্যাকশন এন্টারটেইনার নিয়ে হাজির হতে চলেছেন কিং খান ৷ দুরন্ত অ্যাকশন, চোখ ধাঁধানো স্ট্যান্ট তো থাকছেই থাকবে রোম্যান্সের মশলাও ৷
মুম্বইয়ের ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশের শ্যুটিং সারলেন নির্মাতারা ৷ কিং খান এবং নয়নতারা দু'জনের বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য়ের শ্যুটিং সারা হয়েছে এই পর্বে ৷ নির্মাতাদের দাবি, ছবিতে এমন বেশকিছু দৃশ্য় রয়েছে যা দেখলে পর্দা থেকে চোখ সরাতে পারবেন না দর্শকরা ৷ নয়নতারা শ্যুটিং সেরে ইতিমধ্য়েই ফিরে গিয়েছেন তামিলনাড়ুতে ৷ তবে আবার কিছুদিনের মধ্য়েই তিনি রাজস্থানে যাবেন শ্য়ুটিংয়ের জন্য(Nayanthara SRK wrap Jawan Mumbai schedule ) ৷
রাজস্থানে ছবির শ্যুটিং কবে হবে তা অবশ্য় এখনও ঠিক হয়নি তবে সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি শ্যুটিংয়ের জন্য় মরুদেশে পাড়ি দেবেন নির্মাতারা ৷ দক্ষিণী পরিচালকের এই ছবিতে শাহরুখের অ্যাকশন অবতার কীভাবে দর্শকদের মন টানে সেটাই এখন দেখার ৷ তবে রোম্যান্স কিং যে অ্যাকশন দিয়ে দুনিয়াকে মুগ্ধ করতে পারেন তার প্রমাণ শেষ ছবি পাঠানেই দিয়েছেন শাহরুখ খান ৷
তিন দশকের কেরিয়ারে এই প্রথমবার দক্ষিণী পরিচালকের হাত ধরেছেন কিং খান ৷ তাই শাহরুখের ফিল্মি কেরিয়ারে এই ছবির একটি বাড়তি গুরুত্ব রয়েছে ৷ পাঠান ছবিতে শাহরুখের বিপরীতে ভিলেন হিসাবে দেখা গিয়েছিল অ্যাকশন হিরো জন আব্রাহামকে ৷ এবারও দক্ষিণের এক সুপারস্টারকে অ্যান্টাগনিস্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে এসআরকের জন্য় ৷ 'জওয়ান' ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে বিজয় সেতুপতিকে ৷ এই ছবির কাহিনি লিখেছেন অ্যাটলি কুমার নিজেই ৷ ছবিতে শাহরুখকে দেখা যাবে ডাবল রোলে ৷ 'জওয়ান' ছবিটি পর্দায় আসছে আগামী 2 জুন ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷
আরও পড়ুন:কেমন হল শ্রদ্ধা রণবীরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ?