পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Fans on Jawan: 57-তেও বাজিমাত 'জওয়ান' শাহরুখের! তিলোত্তমায় বাদশা-পক্ষ - শাহরুখ খান

Craze on SRK New Film Jawan in Kolkata: 57 বছর বয়সেও 'সর্বহারাদের রবিনহুড' হয়ে পর্দায় দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান ৷ সিংহের মতো তাঁর এই অবাধ বিচরণে মুগ্ধ ভক্তরাও ৷ তাঁরা বলছেন, "এই রকম ছবি যতবার দেখি ততবার একইরকম ভালো লাগে ৷"

SRK Fans on Jawan
শাহরুখ প্রেমে পাগল অনুরাগীরা

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 10:55 AM IST

Updated : Sep 8, 2023, 12:24 PM IST

শাহরুখ প্রেমে মত্ত অনুরাগীরা

কলকাতা, 8 সেপ্টেম্বর:বয়স 57 পেরিয়েছে। কয়েক বছর বাদেই প্রবীণ নাগরিক হবেন। সাধারণরা এই সময় হয়তো অবসরের কথা ভাবতে শুরু করেন ৷ কিন্তু শাহরুখ? অবসর তো দূরের কথা, তিনি এখনও ভাঙছেন নিজেকে ৷ রোম্যান্টিক অবতার ভেঙে কখনও হয়ে উঠছেন অ্যাকশন কিং ৷ কখনও আবার হাত মেলাচ্ছেন রাজকুমার হিরানীর সঙ্গে ৷ সমস্ত বিচারেই তিনি 'কিং অফ বলিউড'।


চন্দ্রিল ভট্টাচার্যের মতো করেই বলতে ইচ্ছে করে, "শাহরুখের শাহরুখ হওয়ার স্কুলে একদিনও ছুটি থাকে না ৷" 'জওয়ান' নিয়ে লক্ষ্মীবারে ভোর পাঁচটায় তিনি হাজির হলেন সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে। শুধু এলেন না অ্যাকশন থেকে অভিনয় তিনঘন্টা কমার্শিয়াল সিনেমার হিরো হিসাবে দাপিয়ে বেড়ালেন স্ক্রিনে। সিনেমা হলে তাঁর রাজত্ব চললো রাত একটা পর্যন্ত। তখনও শহরবাসী জেগে। উন্মাদনায় এতটুকু খামতি নেই। শুধু শাহরুখকে এক ঝলক পর্দায় দেখার জন্য কাজ শেষে হলের বাইরে দীর্ঘ অপেক্ষা করেছে শহর ।

দক্ষিণ ভারতের পরিচালকের সঙ্গে কিং খানের জুটি যে সুপারহিট হতে চলেছে 'জওয়ান' মুক্তির আগেই তার আভাস পাওয়া গিয়েছিল । তবে 7 সেপ্টেম্বর ছবি মুক্তির পর সেটা স্পষ্ট হয়ে গেল । ফিল্ম সমালোচক থেকে প্রথম দিনের বক্স অফিস কালেকশন বলছে ছবি সুপার-ডুপার হিট । এই সিনেমায় বিভিন্ন চরিত্রে দর্শককে মাতিয়ে রাখলেন শাহরুখ খান। হাসি-কান্না মিলিয়ে ভরপুর বিনোদন দিল 'জওয়ান'।

আরও পড়ুন:শাহেনশা-বাদশার সঙ্গে ভাইজান! কলকাতা চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

বছরের শুরুতে মুক্তি পাওয়া 'পাঠান' সিনে দুনিয়ায় ঝড় তোলার পর 'জওয়ান' নিয়ে আরও বেশি করে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। কারণ অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে একটা হিট সিনেমার পর একই অভিনেতা বা অভিনেত্রীর পরের ছবিটি সেভাবে সাফল্য পায়নি ৷ এমনটা ঘটেছে খোদ বাদশার ক্ষেত্রেও।

বেশ কয়েক বছর পর বনবাস কাটিয়ে যেন সম্রাটের মতোই দাপট নিয়ে রূপোলি পর্দায় এসেছিলেন বাদশা ৷ বছর শুরুতেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছিল 'পাঠান' ৷ তাই আশঙ্কা তো কিছুটা ছিলই ৷ ক্লাসের ফার্স্ট বয় হওয়ার চাপটা ধরে রাখতে পারবেন তো কিং খান ৷ কিন্তু প্রথম দিনেই 'জওয়ান' বুঝিয়ে দিল চিন্তার কোনও কারণ নেই ৷ এমনকী তরণ আদর্শের মতো সিনে সমালোচকও জানিয়ে দিলেন, 2023 সালটা হতে চলেছে 'ইয়ার অব দ্য কিং ৷'

এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ইউটিউবার শমিক অধিকারী বলেন, "আমি শাহরুখ ভক্ত। পর্দায় তাঁকে দুর্দান্ত লেগেছে। অনেকদিন পর একটা খুব ভালো সিনেমা দেখলাম। শুধু শাহরুখ নন, বিজয় সেতুপতিও অসাধারণ অভিনয় করেছেন। তাঁদের জন্য একবার হলেও সিনেমাটা এসে হলে দেখা উচিত ।"

আরও পড়ুন: 'পাঠানের চেয়েও ভালো', সর্বহারাদের রবিনহুড হয়ে আবারও বলিউডের 'মসিহা' শাহরুখ

শাহরুখের ভক্ত শারিকুক বলেন, "খুব ভালো লেগেছে ছবিটা। শাহরুখ খান বিভিন্ন অবতারে পর্দায় এলেন ৷ তাঁকে অসাধারণ লেগেছে । মুগ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে অজান্তেই সিটি দিয়ে উঠছি। আমি দু'বার সিনেমাটা দেখে ফেলেছি । আরও দু'বার দেখার ইচ্ছা আছে । এই রকম ছবি যতবার দেখি ততবার ভালো লাগে ।"

Last Updated : Sep 8, 2023, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details