পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Fans on Jawan Release: কালী পুজো থেকে পোস্টার হাতে মিছিল, 'জওয়ান' মুক্তির দিনে শাহরুখ-আবেগে ভাসছে দেশ - কালী পুজো থেকে পোস্টার হাতে শোভাযাত্রা

শাহরুখ খানের 'জওয়ান' নিয়ে আবেগে ভাসলেন অনুরাগীরা ৷ কোথাও ছবির সাফল্য কামনায় হল কালী পুজো। কোথাও আবার পোস্টার হাতে মিছিল করল বাদশা-ব্রিগেড ৷

SRK Fans on Jawan
জওয়ান ছবির সাফল্য কামনায় কালীপুজো

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 7:11 AM IST

Updated : Sep 7, 2023, 7:24 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর:শাহরুখ খান শুধু বলিউডের বেতাজ বাদশাহ নন, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে 140 কোটির দেশের আবেগ ৷ আর 'জওয়ান' মুক্তির দিনে সেই আবেগেই ভাসলেন অনুরাগীরা ৷ ইতিমধ্যেই সিনে ক্রিটিক তরণ আদর্শ জানিয়েছেন, ন্যাশানাল চেইনে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে 'জওয়ান' পিছনে ফেলে দিয়েছে 'পাঠান' ছবিকেও ৷ 'পাঠান'-এর ক্ষেত্রে ন্যাশানাল চেইনে 5 লক্ষ 56 হাজারের কিছু বেশি টিকিট বুক করেছিলেন অনুরাগীরা। এই ছবির ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়িয়েছে 5 লক্ষ 57 হাজারে ৷

পাশাপাশি, বৃহস্পতিবার ছবির প্রথম শোয়ের আগেও চোখে পড়ল তুমুল উন্মাদনার ছবি ৷ কোথাও কালী পুজো দিলেন অনুরাগীরা। আবার কোথাও ছবির পোস্টার সাজানো হল ফুলের মালা দিয়ে ৷ শুধু এটুকু নয়, পোস্টার এবং ব্যানার হাতে রীতিমতো মিছিল করে প্রেক্ষাগৃহের সামনে হাজির হলেন অনুরাগীরা ৷

বলিউড স্টারদের নিয়ে কমবেশি আবেগ সকলের মধ্যেই রয়েছে ৷ কিন্তু শাহরুখের জন্য মাত্রাটা যে কয়েক গুণ বেশি তা বলাই বাহুল্য ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো ৷ এমনই কিছু ছবিতে দেখা গেল কালী পুজোর দৃশ্য ৷ টুইটারে শাহরুখের এক ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়েছে ছবিগুলি আসানসোলের ৷ সেখানকার একটি মন্দিরে শাহরুখের ছবির সাফল্য কামনা করে মা কালীর পুজোয় মেতেছেন ফ্যানেরা ৷

অন্য একটি ভিডিয়োতে দেখা গেল মিছিল করে প্রেক্ষাগৃহের সামনে হাজির হয়েছেন ফ্যানেরা ৷ শাহরুখের নামে চলেছে স্লোগান ৷ কোথাও প্রথম শো শুরু হল ভোর পাঁচটায়। কোথাও আবার সাড়ে ছ'টায় ৷ আর সূর্যের আলো ফোটার আগেই ভক্তরা তৈরি ছিলেন তাঁদের প্রিয় তারকাকে দেখার জন্য ৷ প্রথম দিন প্রথম শোয়ে প্রিয় নায়ককে দেখার মজাই আলাদা ৷ এটাই বিগ স্ক্রিন ঘিরে দর্শকদের আবেগ ৷

আরও পড়ুন:'জওয়ান' দেখতে চান মহেশবাবু, সঙ্গে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ

অ্যাটলি পরিচালিত এই ছবিতে নানা অবতারে হাজির হয়েছেন এসআরকে ৷ দ্বৈত চরিত্রের সঙ্গে রয়েছে সঙ্গে দেখা মিলছে কিং খানের ভিলেনি লুকেরও ৷ সেই লুক সামনে আসতেই উন্মাদনা তুঙ্গে উঠেছিল ৷ আর গার্নিসিংয়ের জন্য় রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুনীল গ্রোভারের মতো অভিনেতা-অভিনেত্রীদের ক্যামিয়ো ৷ সবমিলিয়ে আজকের দিনটা যে শাহরুখ ফ্যানেদের জন্য ক্রিসমাস বা পুজোর মতোই অনাবিল আনন্দ নিয়ে এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Last Updated : Sep 7, 2023, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details