কলকাতা, 7 সেপ্টেম্বর:শাহরুখ খান শুধু বলিউডের বেতাজ বাদশাহ নন, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে 140 কোটির দেশের আবেগ ৷ আর 'জওয়ান' মুক্তির দিনে সেই আবেগেই ভাসলেন অনুরাগীরা ৷ ইতিমধ্যেই সিনে ক্রিটিক তরণ আদর্শ জানিয়েছেন, ন্যাশানাল চেইনে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে 'জওয়ান' পিছনে ফেলে দিয়েছে 'পাঠান' ছবিকেও ৷ 'পাঠান'-এর ক্ষেত্রে ন্যাশানাল চেইনে 5 লক্ষ 56 হাজারের কিছু বেশি টিকিট বুক করেছিলেন অনুরাগীরা। এই ছবির ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়িয়েছে 5 লক্ষ 57 হাজারে ৷
পাশাপাশি, বৃহস্পতিবার ছবির প্রথম শোয়ের আগেও চোখে পড়ল তুমুল উন্মাদনার ছবি ৷ কোথাও কালী পুজো দিলেন অনুরাগীরা। আবার কোথাও ছবির পোস্টার সাজানো হল ফুলের মালা দিয়ে ৷ শুধু এটুকু নয়, পোস্টার এবং ব্যানার হাতে রীতিমতো মিছিল করে প্রেক্ষাগৃহের সামনে হাজির হলেন অনুরাগীরা ৷
বলিউড স্টারদের নিয়ে কমবেশি আবেগ সকলের মধ্যেই রয়েছে ৷ কিন্তু শাহরুখের জন্য মাত্রাটা যে কয়েক গুণ বেশি তা বলাই বাহুল্য ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো ৷ এমনই কিছু ছবিতে দেখা গেল কালী পুজোর দৃশ্য ৷ টুইটারে শাহরুখের এক ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়েছে ছবিগুলি আসানসোলের ৷ সেখানকার একটি মন্দিরে শাহরুখের ছবির সাফল্য কামনা করে মা কালীর পুজোয় মেতেছেন ফ্যানেরা ৷