মুম্বই, 22 এপ্রিল: গরমের মধ্যে সকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করছেন অগণিত ভক্তকুল ৷ সেই সঙ্গে ধ্বনি শোনা যাচ্ছে কখনও শাহরুখ.. তো কখনও বাদশা, পাঠান ৷ এরই মাঝে সুপার ডুপার স্টার বেরিয়ে এলেন সাদা ও নীলের কম্বিনেশন করা একজোড়া ডেনিম পরে ৷ মন্নতের বাইরে ছাদে অর্থাৎ তিনি বরাবরই যেখানে ভক্তদের দেখা দেন সেখানে এসে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন নীচে দাঁড়ানো হাজারো ভক্তকে। সিগনেচার পোজে সবাইকে দিলেন দর্শন ৷ ছুড়লেন ফ্লাইং কিস ৷ যদিও বছরের দু'টো দিন নিয়ম করে তিনি নিজের বাসভবন থেকে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক, নিজের জন্মদিনে এবং দুই, ঈদের দিন। এবারও সেই নিয়মের অন্যথা হল না । দেখে নিন শাহরুখের এই ঈদ শো'য়ের ভিডিয়ো ৷
তাঁর আজকের এই ছবিগুলি বা এই ঈদের শুভেচ্ছার ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োয় এদিন বাদশার সঙ্গে দেখা যাচ্ছে ছোট রাজপুত্তর আব্রামকেও ৷ শাহরুখ অনুরাগীরা তো বটেই, তাঁকে দেখতে পেয়ে সেখানে ভিড় জমান পথচলতি মানুষরজনও। সাদা রঙা টি-শার্টে শাহরুখ, সঙ্গে ডেনিম জিন্স, চোখে রোদ চশমা আর গলায় ঝুলছে কালো বিডসের মালা এই লুকেই পাগল হয়েছেন ভক্তকুল ৷ ছেলে আব্রামের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি ৷ বলিউড তারকা এদিন কখনও জোড়হাত করে, কখনও সালাম ঠুকে, কখনও আবার হাত নেড়ে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ৷ সেই সঙ্গে ফ্যানেদের উদ্দেশে ছুড়ে দিয়েছেন চুমুও।