মুম্বই, 30 জানুয়ারি: সাকসেস পার্টি নয়, বরং সাকসেস ইভেন্ট বলা যেতে পারে ৷ মুক্তির পাঁচদিনের মধ্যে আকাশছোঁয়া সাফল্যের পর সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন পাঠান ছবির অমর, আকবর এবং অ্যান্টনি ৷ অর্থাৎ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম (SRK and others interacted with media after huge success of Pathaan) ৷ 5 দিনে বক্স অফিসে 500 কোটি পার ৷ এহেন সাফল্য কি আশা করেছিলেন কেউ ? সোমবার বিকেলে আচমকা সাংবাদিক সম্মেলন কিন্তু তেমন আভাস দিল না ৷ শাহরুখ জানালেন, বহুদিন পর আমার পরিবারে এত আনন্দ ৷
সাংবাদিকদের 'পাঠান' বললেন, "আমাদের জন্য, আমার পরিবারের জন্য এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন ৷ অনেকটা সময় পর আমার পরিবারে এত খুশি ৷" এসআরকে'র আবেগঘন কথোপকথনের মাঝে স্বাভাবিক নিয়মেই প্রশ্ন ভেসে এল ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল নিয়ে ৷ শাহরুখ সেখানেও আত্মবিশ্বাসী ৷ কিং খান বললেন, "পাঠান 2 করার জন্য সিদ্ধার্থ যখনই ডাকুক না কেন, আমি তৈরি ৷ ওরা যদি আমাকে নিয়েই সিক্যুয়েল বানাতে চায়, সেটা অত্যন্ত সম্মানের ৷"