পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chaleya Song from Jawan: রোম্যান্টিক মেজাজে শাহরুখ-নয়নতারা, মুক্তি পেল নতুন গান 'চলেয়া' - jawan second song

মুক্তি পেল শাহরুখ-নয়নতারা জুটির নতুন গান 'চলেয়া' ৷ 'জওয়ান' ছবির এই রোম্যান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও ৷

Chaleya Song from Jawan
মুক্তি পেল জওয়ান ছবির নতুন গান চলেয়া

By

Published : Aug 14, 2023, 8:32 PM IST

হায়দরাবাদ, 14 অগস্ট: সুপারস্টার কিং খানের নতুন ছবি 'জওয়ান' নিয়ে উত্তেজনা রীতিমতো তুঙ্গে ৷ এবার হাজির হল ছবির নতুন গান 'চলেয়া' ৷ রোম্যান্টিক এই গানটি নিয়ে গত কয়েক দিন ধরেই উন্মাদনার স্রোত চলছিল অনুরাগীদের মধ্যে ৷ শাহরুখ ফ্যানেরা 'আসকএসআরকে' সেশনেও জানিয়েছিলেন, ছবির পরের গানটি শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁরা ৷ হিন্দি ছাড়াও আরও দু'টি ভাষায় মুক্তি পেয়েছে এই গানটি ৷

এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও ৷ কথা লিখেছেন কুমার ৷ অরিজিৎ এবং শিল্পা দু'জনেই এর আগে কাজ করেছেন শাহরুখের সঙ্গে ৷ এর আগে শাহরুখের পাঠান ছবির 'বেশরম রং' গানটিতে গলা দিয়েছিলেন শিল্পা ৷ অন্য়দিকে শাহরুখ-অরিজিতের যুগলবন্দির তালিকা তৈরি করতে না বসাই ভালো ৷ এই গানটি নিয়ে শুধু এটুকু না বললেই নয় শাহরুখ নিজেই জানিয়েছেন, এই ছবির গানের মধ্যে 'চলেয়া'ই তাঁর সবচেয়ে প্রিয় গান ৷

সম্প্রতি একটি 'আসকএসআরকে' সেশনে এই কথা জানিয়েছিলেন তিনি ৷ গানের ভিডিয়োতে এসআরকে-কে দেখা গিয়েছে একেবারে ক্যাজুয়াল পোশাকে ৷ গানের নৃত্য পরিকল্পনা করেছেন পরিচালক ফারহা খান ৷ 'চলেয়া' গানটি মুক্তি পেতে না পেতেই তা নেটিজেনদের নজর কেড়েছে ৷ লাভ এবং ফায়ার ইমোজিতে তাঁরা ভরিয়ে দিচ্ছেন সোশাল মিডিয়ার কমেন্ট বক্স ৷ কেউ লিখেছেন "শাহরুখের রোম্যান্টিক যুগ আবার ফিরে এল ৷" আবার কেউ লিখেছেন, "কিং খানই হলেন আসল কিং ৷"

আরও পড়ুন:'হাউসফুল ছবি', টুইটে ধন্যবাদ দেবের, জানালেন পরবর্তী ছবির প্রি টিজার মুক্তির দিন

শাহরুখের এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷ 'জওয়ান' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্য়াটলি কুমার ৷ ছবিতে শাহরুখের বিরুদ্ধে খলনায়কের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে ৷ অন্যদিকে তাঁদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী নয়নতারাও ৷ ছবিতে ক্যামিয়োও দিতে দেখা যাবে বেশ কয়েকজনকে ৷ থাকবেন দীপিকা পাড়ুকোন থেকে সুনীল গ্রোভার, অনেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details